• ঢাকা
  • শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ক্রিকেটারদের নামে বাজে মন্তব্য করলে কষ্ট লাগে: তাহসান


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ২১, ২০২১, ০৩:২৩ পিএম
ক্রিকেটারদের নামে বাজে মন্তব্য করলে কষ্ট লাগে: তাহসান

টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব খেলছে বাংলাদেশ। প্রথম ম্যাচে আসরের ছোট দল স্কটল্যান্ডের কাছে হেরেছে বাংলাদেশ। তবে দ্বিতীয় খেলায় ওমানের সঙ্গে কষ্টার্ꦦজিত জয় পেয়েছে টাইগাররা।

এবার বিশ্বকাপে নতুনদের সুযোগ দিতে তামিম ইকবাল খেলꦯছেন না। আর সে কারণে ওপেনিং জুটি খেই হারিয়ে ফেলছে।꧑ এই সময়টায় তামিম ইকবালের প্রয়োজনীয়তা অনুভব করছেন অভিনেতা ও গায়ক তাহসান খান।

তাহসান বলেন, “বিশ্বকাপে তামিম ইকবালকে খুব মিস করছি। সে আমাদꦇের দলেরꦦ অন্যতম সেরা ব্যাটসম্যান। ওপেনিংয়ে তার ব্যাটিং এবং অভিজ্ঞতা দলের জন্য খুব প্রয়োজন ছিল।”

এ সময় তিনি বাংলাদেশ দলকে শুভকামনা জানিয়ে বলেন, “আমি বাংলাদেশ দলের সকল খেলোয়াড়কে অনেক শুভকামনা জানাই। প্রথম ম্যাচ হেরে যাওয়ায় তারা অনেক স্ট্রেসের মধ্যে থেকেই দ্বিতীয় ম্যাচ খেলেছে। শেষ পর🐽্যন্ত জয় নিয়েই মাঠ ছেড়েছে। দোয়া করি যাতে মাথা ঠান্ডা রেখে আজকের ম্যাচটি খেলতে পারে এবং দেশকে জেতাতে পারে।”

বাংলাদেশ দলের ভক্ত-সমর্থকদের উদ্দেশ্যেও বার্তা দেন তাহসান, “খেলায় হা𝓰রজিত থাকবেই। কিন্তু হারলেই যখন খেলোয়াড়দের নামে উল্টাপাল্টা কথা দেখি তখন খুব কষ্ট লাগে। জিতলে আমরাꦆ তাদের ভালোবাসি হারলে গালি দেই, এটা ঠিক না। কেউ তো হারের জন্য খেলে না। হারলেও আমরা যেন আমাদের খেলোয়াড়দের সহানুভূতির চোখে দেখি। তাদের মানসিকভাবে উইক না করে দিই। তাদের পাশে থাকি।”

তাহসান বলেন, “সেদিন সংবাদ সমꦕ্মেলনে সাকিব যেভাবে বললেন—সবাই তো ভালো স্বপ্ন নিয়েই খেলতে যায়। আমাদের চেয়ে ওদের কষ্টটা বেশি। ও🌱রা সবকিছু দিয়ে খেলে। কষ্টের জায়গাটা চিন্তা না করে সামনে আমরা আরও ভালো খেলব এই চিন্তা করতে হবে।”

এদিকে আজ বাংলাদওেশ মুখোমুখো হবে পাপুয়া নিউগিনির।ꦉ এই ম্যাচ জিততে পারলে টি-টুয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে বাংলাদেশ। 

Link copied!