কোরবানির ঈদ ঘিরে বাবা ও মাকে নিয়ে আবেগঘন স্ট্যাটাস দিয়েছে আলোচিত চিত্রনায়ক জায়েদ খান। সোমবার (১৭ জুন) সকালে তার ফেসবুকে বাবা ও মায়ের কবরের ছবি পোস্ট করে সেখানে লিখেন-
তোমাদের ছাড়া ঈদ।তোমাদের সালাম করা ছাড়া দিন শুরু হওয়া ঈদ। তোমাদের সালামী পাওജয়া ছাড়া ঈদ। তোমাদের কপালে চুমু খাওয়া ছাড়া ঈদ। এখন আর ঈদ মনে হয়না। সারাজীবন এই শুন্যতা বয়ে বেরাতে হবে। তোমাদের অনেক মিস করতেছি আব্বা-আম্মা ...
জায়েদ খান সম্প্রতি মুম্বাই ঘুরে এলেন। ফেসবুক পেজে বিমানে বসা একটি ছবি দিয়ে ক্যাপশনে লিখেছেন, ‘ট্রাভেলিং মুম্বাই’। মাত্রই দেশে ফিরে মুম্বাই পাড়ি দেয়ার বিষয়টি নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন জায়েদ খান। অভিনেতা বলেন, ‘আমার প্রিয় শহরের মধ্যে অন্যতম মুম্বাই। এ কারণে মন চাইলেই সেখ൲ানে বেড়াতে যাই। তবে এটা কোনো প্রফেশনাল কাজে নয়, একেবারে ব্যক্তিগত ভ্রমণে মুম্বাই এসেছি, সাত দিন থাকব।’
জায়েদ খান আরও বলেন, “মুম্বাইয়ে আমার অনেক বন্ধু 🍌থাকে। বলিউডের অনেকের সঙ্গেও বন্ধুত্ব আছে। সেখানে গেলে তাদের সঙ্গে আড্ডা হয়। অনেক কিছু জানাশোনা হয়, ঘোরাঘুরি করি। পাশাপাশি ঈদের শপিং করাও একটি কারণ। মুম্বাইয়ে অনেক বিশ্ববিখ্যাত ব্র্যান্ডের শোরুম রয়েছে। বলিউডের আর্টিস্টরা এখান থেকে কেনাকাটা করেন। আমিও এখানে এলে শপিং করি। সাত দিনের জন্য মুম্বাই এসেছি। ঈদের আগের দিন ঢাকা ফিরব। পরিবারের সঙ্গে ঈদ উদ্যাপন করব।” বর্তমাদে দেশে রয়েছেন আলোচিত এই নায়ক।
সিনেমাতে খুব বেশি দেখা যায় না জায়েদ খানকে। চলতি বছর ঈদুল ফিতরে মুক্তি পেয়েছিল এই অভিনেতার জায়েদ খান অভিনীত সিনেমা ‘সোনার চর’। এই সিনেমার মাধ্যমে দীর্ঘ ছয় বছর পর প্রেক্ষাগৃহে দেখা মিলে জায়েদ খানের। স্টেজ শো নিয়ে ব্যস্ত জায়েদ খান। ঈদের পরে কানাডাতে তার শো রয়েছে।