ঢাকাই সিনেমার অভিনেতা জায়েদ খান, আলোচনা থেকে সমালোচনায় বেশি থাকেন। দেশ কিংবা দেশের বাইরে প্রায়ই খবরের শিরোনামে তিনি থাকবেন। এবার নিউইয়ার্কে গিয়েও আলোচনায় এলেন এই অভিনেতা। বাংলাদেশি বংশোদ্ভূত দুই মার্কিন তরুণীকে নিয়ে মঞ্চ মাতালেন জায়েদ খান। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় একটি🌌 অ্যাওয়ার্ড অনুষ্ঠানে দুই তরুণীকে নিয়ে নাচতে দেখা গেছে তাকে।
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া থেকে জায়েদ খান গণমাধ্যমকে বলেন, ‘🔯‘আজ ভার্জিনিয়ায় শো ছিল। আমার সঙ্গে দুই মার্কিন তরুণী নেচেছে। এর আগে দুজনই আমার সঙ্গে প্র্যাকটিস করেছে। তারপর আমরা মঞ🎉্চে পারফর্ম করেছি।’’
তিনি বলেন, ‘‘মানুষের ব্যাপক তালি পেয়েছি। পুরো ভার্জিনিয়া ম🧜েতে গেছে। দর্শকের সাড়া ছিল অতুলনীয়। আমার আরও কিছু শো আছে।’’
ভার্জিনিয়ার এই দুই তরুণীর বিষয়ে নায়ক জায়েদ খান বলেন, ‘‘ওদের পূর্বপুরুষ বাংলাদেশি হলেও ওরা যুক্তরাষ্ট্রের নাগরিক। পরে আমি তাদের নিয়ে প্র্যাকটিস করি। তারা খুব ভালো করেছে। অনুষ্ಌঠানের পর তারা জানিয়েছে দুজনই খুব হ্যাপি।’’
ঢালিউড অ্যাওয়ার্ড অনুষ্ঠানে জায়েদ খান ছাড়াও বাংলাদেশ থেকে জেমস, তাহসান, চঞ্চল চꦓৌধুরী, মিশা সওদাগর, মোশাররফ করিম, জিয়াউল হক পলাশ, জয় চৌধুরী, প্রিয়মণিসহ একাধিক তারকা গেছেন।