• ঢাকা
  • বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪, ৩ পৌষ ১৪৩১,

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ঈদের দিন ছোটপর্দায় যা দেখবেন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৪, ১১:০৮ এএম
ঈদের দিন ছোটপর্দায় যা দেখবেন

বছরের সবচেয়ে বড় উৎসব, পবিত্র ঈদুল ফিতর। ঈদের আনন্দের পাল্লা ভারী করতে প্রতি বছরইඣ নতুন নতুন নাটক, টেলিফিল্ম, ধারবাহিক ও অনুষ্ঠানের পসরা সাজায় টেলিভিশন চ্যানেলগুলো। ব্যতিক্রম ঘটছে না এবারও। ঈদ আয়োজনের অংশ হিসেবে ঈদের দিন দর্শকের জন্য বিভিন্ন চ্যানেলে কী কী নাটক থাকছে, তা-ই জেনে নেওয়া যাক—

বিটিভি

আকরাম খান পরিচালিত নাটক ‘গোলাপের সুবাস’; প্রচার হবে রাত সাড়ে ৮টায়। অভিনয়ে: দিলারা জামান, তনয় বিশ্𒊎বাস, লাবণ্য চৌধুরী প্রমুখ।

চ্যানেল আই

দুপুর আড়াইটায় থাকছে টেলিফিল্ম 🌳‘জীবনের কাছে’। আরিফ খানের পরিচালনায় এতে অভিনয় করেছেন আফজাল হোসেন, সাদিয়া ইসলাম মৌ। বিকাল সাড়ে ৪টায় টেলিফিল্ম ‘শেষমেশ’। কাজল আরেফিন অমির 💝নির্মাণে এতে অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ, পারসা ইভানা, মনিরা মিঠু প্রমুখ।

এটিএন বাংলা

রাত পৌনে ৮টায় থাকছে ‘আলোকিত অন্ধকার’ নামের একটি নাটক। যেটা পরিচালনা করেছেন হানিফ সংকেত। অভিনয়ে ম🐟ীর সাব্বির, তারিন জাহান, ডলি জহুর প্রমুখ। রাত সাড়ে ১১টায় টেলিফিল্ম ‘হাউজমেইড’। প্রীতি দত্তের পরিচালনায় এতে অভিনয় করেছেন নিলয় আলমগীর, জান্নাতুল সুমাইয়া হিমি।

আরটিভি

সন্ধ্যা সাড়ে ৭টায় প্রচার হবে নাটক ‘গ⛎রম একটা খবর আছে’। সোহেল হাসা🌞নের পরিচালনায় এতে আছেন মোশাররফ করিম ও তানিয়া বৃষ্টি। রাত সাড়ে ৮টায় প্রচার হবে এস আর মজুমদার পরিচালিত নাটক ‘ভালোবাসার কয়েকটা দিন’। এতে আছেন জিয়াউল ফারুক অপূর্ব ও সাফা কবির।

এনটিভি

রাত ৯টা ৩০ মিনিটে থাকছে নাটক ‘ইমা🍒রজেন্সি বিয়ে’। তাইফুর জাহান আশিকের পরিচালনায় এতে কাজ করেছেন মোশাররফ করিম, মিম চৌধুরী, শামীম জামান প্রমুখ। রাত ༺১১টা ৫ মিনিটে দেখা যাবে মুসাফির রনি পরিচালিত নাটক ‘অস্বীকার’। এতে আছেন নিলয় ও হিমি।

মাছরাঙা টেলিভিশন

মহিন খান নির্মিত ‘মিস্টার বুদ্ধিমান’ দেখা যাবে বিকাল ৫টা ৫০ মিনিটে। এতে আছেন নিলয় আলমগীর ও জান্নাতুল স✃ুমাইয়া হিমি। রাত ৮টায় প্রচার হবে নাটক ‘এভাবেও ভালোবাসা হয়’। শাহ মোহাম্মদ রাকিবের নির্মাণে এতে অভিনয় করেছেন মুশফিক ফারহান ও সাদিয়া আয়মান।

বাংলাভিশন

সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে প্রচার হবে নাটক ‘দত্তক’। পথিক সাধন পরিচালিত এই নাটকে আছেন ইয়াশ রোহান ও তটিনী। রাত ৯টা ২৫ মিনিটে দেখানো হবে মাহমুদুর রহমান হিমি পরিচালিত ‘হাজব্যান্ড অব দ্য ইয়ার’। এতে অভিনয় করেছেন মুশফিক ফার🍎হান ও তানজিন তিশা।

দীপ্ত টিভি

তারেক রেজা সরকার পরিচালিত নাটক ‘দূরে কোথায়’ থাকছে সন্ধ্যা ৭টায়। এর মুখ্য ভূমিকায় খায়রুল বাসার ও সাফা কবির। রাত ৮টায় সোহেল হাসানের ‘নেশার লাটিম’꧂; অভিনয়ে ম💯োশাররফ করিম ও সামিরা খান মাহি।

Link copied!