• ঢাকা
  • শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১, ৪ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


জীবনে এর থেকে সুন্দর সময় কি আর হতে পারে: বুবলী


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৪, ০৪:০৬ পিএম
জীবনে এর থেকে সুন্দর সময় কি আর হতে পারে: বুবলী
ছেলে শেহজাদ খান বীর মা বুবলীকে জন্মদিনে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন। ছবি: ফেসবুক থেকে

জীবনে এর থেকে সুন্দর সময় কি আর হতে পারে বলে মন্তব্য করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। বুধবার💞 (২০ নভেম্বর) এই নায়িকার জন্মদিন। বিশেষ এই দিনটি ঘিরে ফেসবুকে ছেলে শেহজাদ খান বীরের  সঙ্গে কেক কাটার বেশ কয়েকটি ছবি পোস্ট করে বুবলী লেখেন, ‘জীবনে এর থেকে সুন্দর সময় কি আর হতে পারে। আমার বাপজান এভাবে আমাকে আগলে রাখে তাই প্রতিটি দিনই আমার জন্মদিন.., আলহামদু𓆏লিল্লাহ আল্লাহ। ফেসবুকে বুবলীর পরিবারের সঙ্গে কেক কাটতেও দেখা গেছে।

সুপারস্🅰টার শাকিব খানের বদৌলতে ফিল্মপাড়ায় নিজের শক্ত একটা অবস্থান তৈরি করেছেন এই জনপ্রিয় এই &n▨bsp;অভিনেত্রী।

এর আগে বিশেষ এই দিনটি উদযাপন নিয়ে বুবলী গণমাধ্যমকে জানান, ‘জাঁকজমকভাবে নয়, বরাবরের মতোই নিজের পরিবারের সঙ্গে জন্মদিনের আনন্দটা ভাগাভাগি করে নেবেন তিনি।  তিনি বলেন, ‘আমার জন্মদিন কখনোই জাঁকজমকভাবে পালন করি না। জন্মদিনে আব্বু মসজিদে মিলাদের আয়োজন করেন, আমার নামে দোয়া করানো হয়। পছন্দের খাবার রাᩚᩚᩚᩚᩚᩚ⁤⁤⁤⁤ᩚ⁤⁤⁤⁤ᩚ⁤⁤⁤⁤ᩚ𒀱ᩚᩚᩚন্না করেন আম্মু। আর ভাই বোনেরা উপহার দিয়ে সারপ্রাইজ দেয়।’

তবে এবারের জন্মদিনে শুটিংয়ের ব্যাস্ততাও থাকবে কিছুটা। বুবলী বলে꧑ন, “শুটিং সেটে থাকলে শুটিংয়ের সবাই মিলে কেক এনে উইশ করে চমকে দেয়। এবারও হয়তো তেমনটাই থাকবে। অর্থাৎ বাসা এবং শুটিং স্পট, দুই জায়গায় দুই রকমভাবে কাটবে জন্মদিনে। ”

শবনম বুবলী আরও জানান, “তার জীবনে সবচেয়ে আদরের ও বিশেষ মানুষ সন্তান শেহজাদ খান বীর। তার সাথে তিনি𝔍 জন্মদিনটা বিশেষ ভাবℱে উদযাপন করেন, তাই এবারও ব্যতিক্রম হবে না।”

এ ছাড়া সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে এই নায়িকা বলেন, “আমার সাংবাদিক ভাই-বো🍬নেরা, পরিচালক, প্রযোজক, সহশিল্পীসহ আমার প্রিয় ভক্তরা জন্মদিন নিয়ে যেভাবে মন ভরে ভালোবাসা দিয়ে উইশ করে, এটা সত্যি অকল্পনীয়। আমি চিরকৃতজ্ঞ সবার প্রতি। এভাবেই সারা জীবন সবার ভালবাসা আর দোয়ায় থাকতে চাই।”

বুবলীর হাতে রয়েছে  সাতটি সিনেমা সিনেমাগুলো হচ্ছে জাকির♏ হোসেন রাজুর ‘চাদর’, এম রাহিমের ‘জংলি’, ꧃রাখাল সবুজের ‘ফুলসিরাত’, মাসুদ মহিউদ্দিন ও হাসান শিকদারের ‘প্রেম পুরাণ’, ‘সাইফ চন্দনের ‘কয়লা’, দেবাশীষ বিশ্বাসের ‘তুমি যেখানে আমি সেখানে’, ওয়াজেদ আলী সুমনের ‘ছায়া’।

বুবলী নায়ক শাকিব খানের বিপরীতে ২০১৬ সালে দুটি সিনেমা দিয়ে অভিষেক হয় তার। তখনকার মন্দার বা🀅জারে ‍‍‘বসগিরি‍‍’ ও ‍‍‘শুটার‍‍’ দু‍‍টি ছবিই ব্যবসা সফলতা লাভ করে। এরপর এ জুটির ‍‍‘সুপারহিরো‍‍’ ও ‍‍‘চিটাগাংইয়া পোলা নোয়াখাইল্লা মাইয়া‍‍’, ‍‍‘রংবাজ‍‍’, ‍‍‘পাসওয়ার্ড’সহ একে একে প্রায় একডজন ছবিই সুপারহিট ব্যবসা করে। শাকিবের সঙ্গে জুটি বাঁধার পর সবাই ধরেই নিয়েছিলেন, শাকিবকে ছাড়া অন্য কোনো ছবিতে বুবলী অভিনয় করবেন না। কিন্তু সবার সেই ধারণা ভুল প্রমাণ করে শাকিব ছাড়া অন্য নায়কদের বিপরীতেও অভিনয় করছেন বুবলী। 

Link copied!