জনপ্রিয় সংগীতশিল্পী মনির খানের ৫২তম জন্মদিন বৃহ𓄧স্পতিবার (১ আগস্ট)। ১৯৭২ সালের এই দিনে ঝিনাইদཧহ জেলার মহেশপুর উপজেলার মদনপুর গ্রামে জন্মগ্রহণ করেন এই শিল্পী।
জন্মদিনে বাসায় পরিবার নিয়ে সময় কাটাবেন বলে জানিয়েছেন মাটি মানুষের এই শিল্পী। জন্মদিন উদযাপন নিয়ে মনির খান সংবাদ প্রকাশকে বলেন, “কোটা সংস্কার আন্দোলন নিয়ে দেশের এমন পরিস্থিতিতে জন্মদিন উদযাপন করবো না। আসলে আগ📖েও ঘটা করে জন্মদিন পালন হয়নি। জন্মদিনে আশা করছি দেশের পরিস্থিতি শান্ত হোক। সবাই দোয়া করবেন।”
১৯৯৬ সাল♉ে ‘তোমার কোনো দোষ নেই’ শিরোনামের একক অ্যালবাম নিয়ে সংগীতাঙ্গনে নিজের অবস্থান তৈরি করেন মনির খান। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। দীর্ঘ সময় নিয়ে সংগীতের পেছনে পরিশ্রম করে সুকণ্ঠের মাধ্যমে শ্রোতাদের হৃদয়ে ঠাঁই করে নিয়েছেন মনির খান।
মনির খানের এ পর্যন্ত ৪৩টি একক অ্যাল🍨বাম এবং তিনশতাধিক দ্বৈত ও মিশ্র অ্যালবাম প্রকাশ হয়েছে। পাশাপাশি চ𒀰ারশটিরও বেশি চলচ্চিত্রে কণ্ঠ দিয়েছেন। রয়েছে কয়েক শতাধিক একক মিউজিক ভিডিও।
চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য মনির খান তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ দেশ ও দেশের বাইরে থেকে অনেౠক পুরস্ক🔯ারে ভূষিত হয়েছেন। পরিবারে তার স্ত্রী, এক মেয়ে ও এক ছেলে রয়েছে।