শোবিজ প্রাঙ্গনের দুই আলোচিত দম্পতি পরীমনি ও শরিফুল রাজের সংসার নিয়ে নেট জগতে চলছে নানা সমালোচনা। একে অন্যকে নিয়ে আক্রমনাত্তক ম🦄ন্তব্য করছেন এ দম্পতি। অবস্থা এমন যেন তাদের ব্যক্তিগত জীবনের স💯ব আলোচনার অংশিদার হয়ে যাচ্ছেন দর্শকেরা।
রাজ-পরীর সংসার ভাঙ্গার বিষয়ে পরী বলেন, ‘গত মার্🍨চের শেষ সপ্ত☂াহে আমাদের বিয়ের কাবিননামা ছিঁড়ে ফেলে রাজ। ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে। তখন সে বলেছিল, এ বিয়ে সে মানে না। কাবিনামা ছিঁড়লেই কি বিয়ে ভেঙে যায়। সন্তানের মুখের দিকে চেয়েও সংসারের প্রতি আস্থা রেখেছিলাম। সেটাও আর হয়ে উঠলো না।’
এমন মন্তব্যে তাদের বিবাহবিচ্ছেদে𝐆র গুঞ্জনকে স্পষ্ট করে তুলে ধরেন চিত্রনায়িকা পরীমনি। সম্প্রতি ভাইরাল হওয়া ছবি ও ভিডিওকে কেন্দ্র করে রাজ-পরীর মধ্যকার সমস্যা আরও আলোচনায় আসে। রাজ দশ দিন ধরে বাড়িতে নেই এমন অভিযোগ দেন পরীমনি।
পরীমনি🌞 বলেন, ‘রাজ আমার সাথে থাকতে🦄 চায় না। যাওয়ার আগে আমার চরিত্র নিয়ে কথা বলে গেছে। আমাকে নিয়ে যে কথাগুলো তুললো, তার প্রমাণ যেন অবশ্যই সে দেয়।’