দীর্ঘদিন ধরেই প্রেমের গুঞ্জন রয়েছে বিজয় দেবেরাকোন্ডা ও রꦬাশমিকা মান্দানার। প্রেম নিয়ে অনেক জল ঘোলা হলেও জনসমক্ষে কখনও নিজেদের সম্পর্ক নিয়ে মুখ খোলেননি এই দুই তারকা।
তবে গুঞ্জন 🔯শোনা যায়ও, তারা নাকি একসঙ্গে থাকেন। এবার বাবা হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন বিজয়। কবে বিয়ে করবেন জানিয়েছেন সে কথাও। কয়েকদিন আগেই কানাঘুষা শোনা গিয়েছিল, নতুন বছরেই নাকি জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন বিজয়-রাশমিকা। এরপর থেকেই বাড়তে থাকে জল্পনা।
তিনি জানান, এখনই নাকি♋ বিয়ের সম্ভাবনা নেই তার। কিন্তু এবার এক অনুষ্ঠানে এসে বিজয় জানান, তিনি বিয়ে করতে চান এবং বাবাও হতে চান। তবে শর্ত রয়েছে। বিজয় যাকে বিয়ে করবেন,🌞 তাকে পরিবারের পছন্দের পাত্রী হতে হবে। শুধু তা-ই নয়, ভালোবেসেই বিয়ের পিঁড়িতে বসবেন তিনি। আর এ কথার পরই ভক্ত-অনুরাগীদের মধ্যে গুঞ্জন, তাহলে দ্রুতই বিয়ে করছে চলেছে দক্ষিণি এ তারকা জুটি?
নিজেদের প্রেম নিয়ে জনসমক্ষে কখনও মুখ খোলেননি বিজয় বা রাশমিকা কেউই। তবে তাদের চর্চিত প্রেমের সম্পর্ক নিয়ে অনুরাগীদের উৎসাহ এবং কৌতূহলে ভাটা পড়েনি। ‘গীত গোবিন্দম’ ছবির সেটে প্রথমে বন্ধুত্ব। তার পরে ‘ডিয়ার কমরেড’-এর সেটে নাকি পরস্পরের প্রেমে পড়েন তারা। পরস্পরের পরিবার এবং ব⭕ন্ধুদের সঙ্গেও একাধিকবার দেখা গেছে বিজয় ও রাশমিকাকে। নিজেদের ‘ভালো বন্ধু’ তকমা দিয়েই এত দিন কাটিয়েছেন চর্চিত যুগল।