প্রতিবছরের মতো এবার ঈদ উদযাপন করছেন সনাতন ধর্মের অনুসারী চলচ্চ🧸িত্র অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। ঈদের দিন সকালেই ঈদ শুভেচ্ছা জানানো👍র পাশাপাশি নিজেকে সাজিয়ে গুছিয়ে ভক্তদের ঈদ মোবারক জানিয়েছেন এই নায়িকা।
সোমবার (১☂৭ জুন) সকালে সামাজিক মাধ্যম ফেসবুকে কিছু ছবি শেয়ার করেন বিদ্যা সিনহা মিম। এ সময় স্বামী সনি পোদ্দারকে নিয়♐ে ঈদের সকালে জানিয়ে দেন তিনিও ঈদ উদযাপন করছেন।
ছবিতে দেখা যায়, জুটির পরনে একই রঙের পোশাক। সোনালি কারুকাজে হালকা বেগুনি রঙ🏅ের শাড়ি পরেছেন মিম। সঙ্গে একই রঙের পাঞ্জাবিতে স্বামী সনি পোদ্দার। পাশাপাশি দাঁড়িয়ে দুজনের মিষ্টি আলিঙ্গনের সঙ্গে ক্যামেরায় পোজ দিলেন এই জুটি। ঈদ শুভেচ্ছা জানি♔য়ে ক্যাপশনে মিম লিখেছেন ‘ঈদ মুবারক’।
এতে রীতিমতো মুগ্ধতা ও 🐭ভালোবাসা প্রকাশ করেন মিমের ভক্ত-অনুরাগীরা। মন্তব্য ঘরে তারা অভিনেত্রীকে জানান ঈদের শু🐭ভেচ্ছা।
এদিকে ঈদের আগꦏের দিন রাতে এক ফেসবুক পোস্টে হাতে মেহেদি এঁকে ছ🍒বি প্রকাশ করেন মিম। এছাড়াও মিম এবার একটি ছাগল কোরবানি দিচ্ছেন বলেও জানান।
তার কথায়, “ঈদ মানে আনন্দ। আর কোরবানি ঈদ হলো ত্যাগের মাধ্যমে সেই আনন্দের ভাগাভাগি। ꦬপ্রতিবারের মতো এবারও আমার পরিবারে যারা আমার কাজে সহায়তা করে, আমার জন্য কষ্ট করে তাদের জন্য এবারও থাকছে ঈদের আয়োজন। ঈদের আনন্দ মিস করেছি এমনটা কখনো হয়নি, এই আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে। সবাইকে ঈদ মোবারক।”