• ঢাকা
  • শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


শাকিবকে নিয়ে অনন্য মামুনের যে স্ট্যাটাসে মনে চোট পেয়েছেন শাকিবিয়ানরা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ২২, ২০২৪, ০৮:০৬ এএম
শাকিবকে নিয়ে অনন্য মামুনের যে স্ট্যাটাসে মনে চোট পেয়েছেন শাকিবিয়ানরা
শাকিব খান, অনন্য মামুন। ছবি: কোলাজ

‘শাকিব খান ছাড়াও অন্য নায়কদের নিযಌ়ে সিনেমা বানাতে হবে’ আলোচিত চলচ্চিত্র নির্মাতার🐟 এমন স্ট্যাটাসে মনে চোট পেয়েছেন শাকিবিয়ানরা।

ফেসবুকে মামুন বলেন ‘কলকাতায় অ্যাকশন সিনেমার ব্যবসা একদমই নেই। গল্প নির্ভর সিনেমার হিট।’ ‘দরদ’ সিনেমার এই নির্মাতার কথায়, ‘সিনেম♈াকে যারা ভালোবাসেন তাদের বলব, শাকিব ভাইয়ের পাশাপাশি অন্য হিরোদের নিয়েও বড় সিনেমা বানানোর প্ল্যান করতে হবে। প্রতি বছর দশটা হিট সিনেমা ছাড়া কিন্তু চলচ্চিত্র বাঁচানো অসম্ভব ব্যাপার।’

শাকিবের প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমার নির্মাতার এমন স্ট্যাটাসে ক্ষুব্ধ কিছু মানুষ। অনেকেই আবার দুইয়ে দুইয়ে চার মেলাচ্ছেন! আসন্ন ঈদে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে শাকিবের বড় বাজেটের সিনেমা ‘তুফান’।ౠ বলা বাহুল্য, সিনেমাটি অ্যাকশন ঘরানার। আর এটি নির্মাণ করছেন রায়হান রাফি। ‘তুফান’ মুক্তির ঠিক আগমুহূর্তে এমন পোস্টে চটেছেন শাকিবিয়ানরা।

অনন্য মামুনের কথায়, ‘কলকাতায় অ্যাকশন সিনেমার ব্যবসা একদমই নেই। গল্প নির্ভর সিনেমার হিট। “টনিক”, “প্রজাপতি”, “রক্তবীজ”, “দশম অবতার”, “পারিয়া”, “পালান”, “প্রধান”। এখন চলছে “এটা আমাদের গল্প”। এই সিনেমাগুলো সিঙ্গেল ও মাল্টিপ্লেক্স সব জায়গাতেই ভালো ব্যবসꦕা করছে। আমাদের এখানে য﷽দি বলি তাহলে “প্রিয়তমা”, “সুড়ঙ্গ”, “রাজকুমার” ছাড়া ব্যবসায়িক সফল সিনেমায় গত বছর থেকে এখন অবধি নেই। আর সেগুলো ছিল উৎসব ঘিরে।’

তিনি আরও বলেন, ‘হল🍨 মালিকদের যে কি বাজে অবস্থা, সেটা আমরা কম বেশি সবাই জানি। সারা বছর কিন্তু তারা লস দিয়ে চালায়। ঈদ ছাড়া ভালো সিনেমা রিলিজ না হলে কিন্তু অবস্থা দিন দিন খারাপ হবে। আর সিনেমাকে যারা ভালোবাসেন তাদের বলব, শাকিব ভাইয়ের পাশাপাশি অন্য হিরোদের নিয়েও বড় সিনেমা বানানোর প্ল্যান করতে হবে। প্রতি বছর দশটা হিট সিনেমা ছাড়া কিন্তু চলচ্চিত্র বাঁচানো অসম্ভব ব্যাপার।’

Link copied!