ঢালিউড সুপারস্টার শাকিব খান ও জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদের একটি ছবি অন্তর♚্জালে ঘুরছে গতকাল থেকে। ছবিতে দেখা য়ায় দেয়ালে হেলান দিয়ে দুজনে খোশগল্পে মগ্ন। বিকালে একটি💟 ভিডিও ভাইরাল হলো একই সময়ের। কিন্তু তাদের মধ্যকার গল্পের কোনো আলামত পাওয়া গেলো না অডিওতে। পুরো বিষয়টি বেশ রহস্যের জন্ম দিয়েছে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) 🉐দল কিনেছেন শাকিব খান। দল জেতাতে নানা পরিকল্পনা নিয়ে ব্যস্ত শীর্ষ এই নায়ক। এরমধ্যে খোশগল্পে মাতার সময় কই? তাছাড়া শাকিবকে ঠিক এমন খোশগল্পে মেতে থাকতে সচরাচর দেখা মেলে না। তা ছাড়া শাকিবের সঙ্গে সিয়ামের যে খুব বেশি যোগাযোগ বা সখ্য রয়েছে, তেমনটাও নয়। তাহলে এই খোশগল্পের হেতু কী?
এমন প্রশ্নের উত্তর খুঁজতে মরিয়া শাকিবিয়ান আর সিয়ামিয়ানরা।🐷 সত্যি বলতে এই রহস্য উদঘাটনে যেন যুক্ত হলো পুরো মিডিয়া। কেউ বলছেন একসঙ্গে সিনেমা করতে যাচ্ছেন দুজনে। কেউবা বলছেন অগ্রজ শাকিব খান থেকে൲ পরামর্শ নিতে গিয়েছেন অনুজ সিয়াম আহমেদ। কিন্তু সদুত্তর মিলছে না। কারণ শাকিব-সিয়াম দুপক্ষই চুপচাপ।
অবশেষে জানা গেলো এই খোশগল্প-রহস্য। সবাই জানেন, অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি অথেনটিক কালার কসমেটিকস, স্কিনকেয়ার, পার্সোনাল কেয়ার ও হোম কেয়ার পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যানের ডিরেক্টর হিসেবে যুক্ত আছেন শাকিব খান। এবার এই প্রতিষ্ঠানের অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হলেন সিয়াম আহমেদ। আর তাকে প্রতিষ্ঠানটিতে স্বাগত জানান শাকিব খান। ছবিটি মূলত সেই স্বাগত সময়ের। ১৯ অক্টোবর আনুষ্ঠানিকভাবে সিয়াম প্রতিষ্ঠানটিতে চুক্তি🎃বদ্ধ হন।
শাকিব খান বলেন, ‘সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি অথেনটিক পণ্য বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে কাজ করে যাচ🌟্ছে রিমার্ক-হারল্যান। এ লক্ষ্য বাস্তবায়নে প্রচার ও প্রসারে সিয়ামের মতো একজন প্রতিভাবান শিল্পী উল্লেখযোগ্য অবদান রাখবেন বলে আমি আশা রাখি।’
অনুষ্ঠানে অভিনেতা সিয়াম আহমেদ বলেন, ‘দেশের মানুষকে নকল ও ভেজাল পণ্যের করাল গ্রাস থেকে মুক্তি দিতে রিমার্ক-হারল্যানের এই প্রচেষ্টার সাথে যুক্ত হতে পেরে আমি উচ্ছ্বসিত। শিগগিরই এই প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রꦺমে আমাকে দেখতে ꦆপাবেন ভক্তরা।’
এদিকে সুপারস্টার শাকিব খান অ🐼ভিনীত মুক্তি পাচ্ছে নতুন সিনেমা ‘দরদ’। অন্যদিকে সিয়াম আ﷽হমেদ মুক্তির মিছিলে আছেন ‘জংলী’ নিয়ে।