• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি, ২০২৫, ২৫ পৌষ ১৪৩০, ৯ রজব ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ট্রেন্ডিংয়ের শীর্ষে যে ৫ গান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৫, ১০:৩৪ এএম
ট্রেন্ডিংয়ের শীর্ষে যে ৫ গান
‘তুমি যাবে পরের বাড়ি’, ‘পুষ্পা ২’ সিনেমার আইটেম গান ‘কিসিক’ গানের দৃশ্য। ছবি: সংগৃহীত

 ইউটিউবের মিউজিক ট্রেন্ডিংয়ে রাজত্ব গত বছর অনেক দিন করেছে ‘স্ত্রী ২’ সিনেমার ‘আজ কী রাত’ গানটি। তামান্না ভাটিয়ার আবেদনময়ী উপস্থিতির কারণে গানটি ঝড় তুলেছিল অন্তর্জালে। তবে গত বছরের শেষ থেকে ট্রেন্ডিংয়ে ফিরতে শুর🐷ু করেছে বাংলা গান। বাংলাদেশ থেকে ইউটিউব ট্রেন্ডিংয়ে কোন কোন গান আছে তা দেখে নেওয়া যাক—

৪ জানুয়ারি ‘বাংলা মিউজিক ০০৭’ চ্যানেল থেকে মুক্তি পায় ‘তুমি যাবে পরের বাড়ি’ গানটি। শাহীন সুলতানা মিম ও গগন সাকিবের গাওয়া গানটি লিখেছেন জে এ অনিౠক, 🐬সংগীত এ এন ফরহাদের। গানটি এখন রয়েছে ট্রেন্ডিংয়ের শীর্ষে।

গানের নিচে মন্তব্যের ঘরে অনেকেই প্রশংসাসূচক মন্তব্য করেছেন। কেউ গানের কথা, কেউ গায়কি; কেউ আবার ভিডিওর প্র🅷শংসা করেছেন।

ট্রেন্ডিংয়ের দুই রয়েছে ‘পুষ্পা ২’ সিনেমার আইটেম গান ‘কিসিক’। আল্লু অর্জুন ও শ্রী𒆙লীলাকে দেখা গেছে গানটিতে।

আর তিনে 🎉রয়েছে নতুন বছর উপলক্ষে প্রকাশিত গান ‘হ্যাপি নিউ ইয়ার’। ম্যাক্স অভি রাজ চ্যানেলে আসা গানটির গায়ক সোহাগ ইসলাম। সজীব সরকারের কথায় গানটির সংগীত পরিচালনা করেছেন শিল্পী নিজেই।

ট্রেন্ডিংয়ের চার ও পাঁচে🌜 🐓রয়েছে একটি গানই। ‘আমার দুঃখ বোঝার মতো কারও সময় নাই’ গানটি কয়েক সপ্তাহ ধরেই ট্রেন্ডিংয়ের শীর্ষে পাঁচে আছে। শাহীন সুলতানা মিম ও রেদওয়ান তামিম হৃদয়ের গাওয়া গানটির কথা ও সুর হৃদয়ের। গানটি মিম ও ‘বাংলা মিউজিক ০০৭’ চ্যানেল থেকে এসেছে। দুটিই রয়েছে ট্রেন্ডিংয়ে।

তবে সবচেয়ে চমকজাগানিয়া ব্যাপার হলো ট্রেন্ডিংয়ের শীর্ষে থাকা ‘তুমি যাবে পরের বাড়ি’ গানটির শিল্পীও শাꦑহীন সুলতানা মিম।𒁏 একসঙ্গে ট্রেন্ডিংয়ের শীর্ষ পাঁচে তিনটিই একই শিল্পীর গান, এমনটা সচরাচর হয় না।

ইমরান ও পড়শীর ‘কথা একটাই’ কয়েক সপ্তাহ ধরেই ট্রেন্ডিংয়ের শুরুর🌠 দিকে ছিল। তবে আজ গানটির অবস্থান দশে। রবিউল ইসলাম জীবনের কথায় গানটির সুর করেছেন ইমরান।

Link copied!