• ঢাকা
  • সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪, ১২ কার্তিক ১৪৩১, ২৪ রবিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


সাহসী এক বাঁধনের জন্মদিন আজ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৪, ১১:১৮ এএম
সাহসী এক বাঁধনের জন্মদিন আজ
অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ছবি: ফেসবুক থেকে

জনপ্রিয় অভিনেত্রী ও  লাক্স সুপারস্টার আজমেরী হক বাঁধন। পর্দায় কখনো তিনি গ্ল্যামারে পরিপূর্ণ, আবার কখনো বিভিন্ন নন-গ্ল্যামারাস চরিত্রে নজর কাড়েন। ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমা দিয়ে সবার ভূয়সী প্রশংসা পেয়ে গিয়েছেন কান চলচ্চিত্র উৎসবে। বাঁধনের ব্যক্তিত্ব আর জীবনে সাহসেরꦿ ছাপ সুস্পষ্ট। ছাত্র-জনতার আন্দোলন থেকে শুরু করে ভয়াল বন্যা পরিস্থিতিতেও তাঁর সক্রিয় ভূমিকা দেখা গেছে। দেশে সেবামূলক, নারী ও শিশুদের জন্য কল্যাণমুখী নানা সংস্থার সঙ্গে যুক্ত এই অভিনেত্রী। সাহসী এই অভিনেত্রীর ৪১তম জন্মদিন সোমবার (২৮🦄 অক্টোবর)।  সংবাদ প্রকাশ পরিবার থেকে প্রিয় তারকাকে জন্মদিনের শুভেচ্ছা। শুভ জন্মদিন।

আজমেরী হক বাঁধন। লাক্স সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে পা রাখেন তিনি। অভিনয় ক্যারিয়ারে এখন পর্যন্ত বহু নাটক ও টেলিফিল্ম উপহার দিয়ওেছেন। পরবর্তীতে নাম লেখান চলচ্চিত্রে। অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।

বয়স আর নামে আটকে নেই বাঁধন। অভ🌟িনেত্রীর ৪১তম জন্মদিনে  বয়স যাই হোক বা যে নামেই মানুষ তাকে চিনুক, বাঁধন চান ভালো কাজ করতে। নিজেকে ভেঙে হরেক রকমের চরিত্রে অভিনয় করতে। পুরো নাম আজমেরী হক বাঁধন। সবার কাছে তিনি বাঁধন নামেই প𝔍রিচিত। রেহানা মরিয়ম নূর সিনেমা মুক্তির পর ‍‍`রেহানা‍‍` খ্যাত হয়েছেন।

১৯৮৩ সালে ২৮ অক্টোবর ঢাকায় জন্মগ্রহণ করেন তিনি। বাঁধনের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ। তিনি বাংলাদেশ মেডিকেল কলেজ থেকে দন্ত চিকিৎসা বিষয়ে বিডিএস পাস করেন। এরপর ২০০৬ সালে লাক্স চ্যানেল আই সুপার স্টার রানারআপ হন। এর পর থেকেই তিনি অভিনয়জগতে কাজ শুরু করেন। নাটকেই তাকে🥂 বেশি দেখা গেছে। ক্যারিয়ারজুড়ে তার অনেক চড়াই-উতরাই। কাজ করতে করতে নিজের অজান্তেই ম্স্নান হয়ে গেছেন। কিন্তু হতাশ হননি। বারবার নতুন উদ্যমে ঘুরে দাঁড়িয়েছেন তিনি। সেই ফিরে আসার গল্পে ২০২১ সালটি ছিল বাঁধনের সাফল্যের বছর। তার অভিনীত ‍‍`রেহানা মরিয়ম নূর‍‍` গেল বছর কানের অফিশিয়াল সিলেকশনের পর বেশ আলোচনায় আসেন তিনি।

আন্তর্জাতিক মিডিয়াতেও বাঁধনকে নিয়ে দিস্তার পর দিস্তা প্রশংসা বাক্য লেখা হয়েছে। সিনেমাটি ৯৪তম অস্কারেও দেশের প্রতিনিধিত্ব করেছে💛। দেশের সীমানা পেরিয়ে টালিউড-বলিউডে কাজ করেছেন এ অভ𝓰িনেত্রী।

বাঁধন সিঙ্গেল মাদার। সায়রা নামে তার ১০ বছর বয়সের কন্যাসন্তান রয়েছে। মেয়ে ও ক্যারিয়ারের নানা ব্যস্ততা নিয়েই কেটে যায় তার দিন🔯কাল।

Link copied!