স্টেজ ভেঙে পড়ে গিয়ে দক্ষিণ আফ্রিকার পপতারকা কোস্টা টিচ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স ছিল ২৮ বছর। এ খবর প্রকাশ করেছে যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম মিরর।
মিররের প্রতিবেদনে জানানো হয়, শনিবার (১১ মার্চ) দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে আল্ট্রা সাউথ আফ্রিকা মিউজিক ফেস্টিভ্যালে গান পরিবেশন করার সময়ে স্টেজ ভেঙে পড়ে যান কোস্টা টিচ। তাৎক্ষণিকভাবে সবকিছু সামলে ফের গাইতে শুরু করেন তিনি। তরুণ এ শিল্পীর প্রাণ শক্তি দেখে উল্লাসে ফেটে পড়েন দর্শকরা। কিন্তু এর অল্প কিছুক্ষণ পর জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। পরে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
শিল্পীর অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি বিবৃতিতে পোস্ট করেছে কোস্টা টিচের পরিবার। সেখানে কোস্টা টিচের মৃত্যুর খব✃র জানানো হয়।