• ঢাকা
  • বুধবার, ০৪ ডিসেম্বর, ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ৩ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


নিপুণকে যে চ্যালেঞ্জ দিলেন ডিপজল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ১৬, ২০২৪, ০৮:৫০ পিএম
নিপুণকে যে চ্যালেঞ্জ দিলেন ডিপজল
ডিপজল ও মিশা সওদাগর। ছবি: সংবাদ প্রকাশ

চিত্রনায়িকা নিপুণ ও খল নায়ক ডিপজল দ্বন্দ্ব এবার চরমে।  চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন হয়ে গেল প্রায় একমাস তবুও এখনো রয়🌌েগেছেꦯ নির্বাচনের রেশ এবং সেটা আদালত পর্যন্ত গড়িয়েছে। এরই ধারাবাহিকতায় এবার আমেরিকা থেকে এক সাক্ষাৎকারে ডিপজলকে ‘অশিক্ষিত’ বলে মন্তব্য করেছেন সাধারণ সম্পাদক পদে হেরে যাওয়া নিপুণ আক্তার। 

এই অ🐈ভিনেত্রী বলেছেন, ‘স্যরি টু সে, আমাকে বলতে হচ্ছে- শিল্পী সমিতিতে এমন একজন সেক্রেটারি পদဣে এসেছেন যার কোনো শিক্ষা নেই। এটা ২০২৪ সাল। আমরা ২০২৪ সালে দাঁড়িয়ে আছি। এটা অশিক্ষিত লোকদের জায়গা না, এটা আনকালচারদের জায়গা না। এটা কাজ করে দেখিয়ে দেওয়া লোকদের জায়গা।’

এরপর নিপুণ বলেনꦍ, ‘শুধু কাজ করলেই হবে না। জ্ঞান থাকতে হবে, শিক্ষিত হতে হবে। আমি একজন গ্রাজুয়🔯েট। আমার তিন প্রজন্ম গ্রাজুয়েট।’

নিপুণের কটাক্ষের জ🎉বাব দিয়ে শিল্পী সমিতির সাধারণ সম্পা﷽দক মনোয়ার হোসেন ডিপজল।  বুহস্পতিবার (১৬ মে) দুপুরে এফডিসিতে নিপুণ সমর্থিত শতাধিক শিল্পীরা মিশা-ডিপজলকে সংবর্ধনা জানিয়েছেন। সেখানে শুভেচ্ছা বক্তব্য দিতে গিয়ে ডিপজল বলেন.  ‘তিনি তো বাপকেই অস্বীকার করে। রক্তের সমস্যা না হলে এমন বলতে পারে না। কারণ, ও (নিপুণ) যাকে দিয়ে চলচ্চিত্র চিনেছে তাকেই ভুলে গেছে, অস্বীকার করছে। 

কেস খেলার মন চায় খেল, যেটা খেলার মন চায় খেলবা আসো। যেটার খেলার মন চায় সেটাই খেলো। আমরা চাই ভদ্রতা ও নম্রতা। আমরা চাই চলচ্চিত্র কিভাবে এগিয়ে নেওয়া যায় সেদিকেই কাজ করব। আমরা ঝামেলা চাই না। এই মামালা করে করে সিনেমার অনেক ক্ষতি হয়ে গেছে। আমরা সিনেমা শিল্পকে ধ্বংসের পথ থেকে এগিয়ে নিয়ে চাই। সবাইকে নিয়ে এগিয়ে যেতে চাই।’
এসময় উপস্থিত ছিলেন, শি൩ল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, ডি এ তায়েব. চিত্রনায়িকা রোজিনা, শাহনূর,  কমল সরকার,  দিলারা ইসায়মিন, সনি রহমানসহ নিপুণ সমর্থিত শতাধিক শিল্পী।


 

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!