মুক্তির মাত্🐷র চারদিনে রেকর্ড গড়েছে বলিউড বাদশাহর সিনেমা। শাহরুখ ঝড়ে ‘জওয়ান’ সবচেয়ে কম সময়ে বিশ্বব্যাপী প্রায় ৭০০ কোটি টাকা আয় করেছে। এরই মধ্যে জানা গেল, ‘জওয়ান’ এর পরবর্তী সিক্যুয়াল ‘জওয়ান ২’ এর গল্প লেখা হচ্ছে।
বিনোদন বিষয়ক ভারতীয় অনলাইন কইমই ডট কমের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ‘জাওয়ান ২’ এর কাজ শুরু করেছেন নির্মাতꩵা অ্যাটলি কুমার। এখানেও মূল ভূমিকায় থাকছেন শাহরুখ খান। গল্পের গতি বাড়াতে যুক্ত হচ্ছেন তামিল ইন্ড💫াস্ট্রির অন্যতম বড় তারকা থালাপতি বিজয়।
প্রতিবেদন সূত্রে আরও জানা গেছে, ‘জওয়ান ২’ আসছে দ্রুততম সময়ে। সিনেমার সঙ্গে সংশ্লিষ্ট সূত্রটি জানিয়েছে, ✤এরই মধ্যে অ্যাটলি তার লেখককে দ্রুত গল্প সাজাতে বলেছেন। আর এই ব্যাপারে সবচেয়ে বেশি আগ্রহী শাহরুখ খান। ‘জাওয়ান ২’ শাহরুখ খান জাওয়ান (তরুণ) থাকতেই আসবেন।
এর আগে গত ৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপী ম꧑ুক্তি পেয়েছে ‘জওয়ান’। অ্যাটলি কুমার পরিচালিত এ সিনেমায় শাহরুখের সঙ্গে জুটি বেঁধেছেন নয়নতারা। এছাড়াও ছবিতে রয়েছেন বিজয় সেথুপতি, সানিয়া মালহোত্রা, প্রিয়ামণি, সঞ্জীতা প্রমুখ। বিশেষ চরিত্রে দেখা গেছে দীপিকা পাডুকোন ও সঞ্জয় দত্তকে।