• ঢাকা
  • সোমবার, ০২ ডিসেম্বর, ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


তমা-মিষ্টি দ্বন্দ্বের অবসান হলো যেভাবে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ২৯, ২০২৪, ১০:৫৩ এএম
তমা-মিষ্টি দ্বন্দ্বের অবসান হলো যেভাবে
শিল্পী সমিতির কার্যালয়ে তমা-মিষ্টি । ছবি সংগৃহীত

অবশেষে চিত্রনা𝔍য়িক তমা মির্জা  ও মিষ্টি জান্নাতের দ্বন্দ্বের অবসান হলো । মানহানিকর মন্তব্য করার অভিযোগে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে নায়িকা মিষ্টি জান্নাতকে আইনি নোটিশ পাঠিয়েছিলেন আরেক নায়িকা তমা মির্জা। এর পরে পাল্টা ২০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে তমা মির্জাকে আইনি নোট🌊িশ পাঠান মিষ্টি।

এ নিয়ে গত কয়েকদিন নেট দুনিয়া উত্তাল ছিল। বিষয়টি নজরে আসে চল🌸চ্চিত্র শিল্পী সমিতির। মঙ্গলবার (২৮ মে) বিকালে শিল্পী সমিতির কার্যালয়ে তমা-মিষ্টিকে নিয়ে দুই নায়িকার দ্বন্দ্বের অবসান করেন সংগঠনটꦜির সভাপতি জনপ্রিয় খল অভিনেতা মিশা সওদাগর।

এ বিষয়ে তমা মির্জা বলেন, ‘মিষ্টি আমার ছোট বোন, তার ভুল আমি ক্ষমা করেছি। আমরা একে অপরের উপর নির্ভরশীল,💮 তাই আমরা আমাদের সংগঠ🙈ন শিল্পী সমিতির কার্যালয়ে বসে ভুল বোঝাবুঝির অবসান করেছি।’

তমার সঙ্গে সুর মিলিয়ে মিষ্টি জান্নাত বলেন, ‘আমাদের মধ্যে কিছুটা ভুল-ভ্রান্তি হয়েছিল। সেই বিষয়ে আম꧙িও ক্ষমাপ্রার্থཧী। আমাদের অভিভাবকদের সঙ্গে নিয়ে সমঝোতা করলাম।’ 

এসময় আরো উপস্তি ছিলেন শিল্পী সমিতির সহ সভাপতি ডি এ তায়েব সহ🐎 সম💖িতির অন্যান্যা সদস্যরা।

Link copied!