সাবেক স্বামী ব্র্যাড পিটের বিরুদ্ধে করা মামলা তুলে নিলেন মার্কিন জনপ্রিয় অভিনেত্রী, চলচ্চিত্র নির্মাতা অ্যাঞ্জেলিনা জোলি। দীর্ঘ আইনি লড়াই শেষে এই মামলা তুলে নেন জুলি।
দুজনের 🎀কাছের এক সূত্র জানিয়েছেন, জোলি এখন জীবন উপভোগ করতে ব্যস্ত। ইদানীং কোনো চাপ নিতে চান না তিনি। সুখ খুঁজে পেয়েছেন।
জানা গেছে, এফবিআই এবং ডিপার্টমেন্ট অব জাস🍒্টিসের বিরুদ্ধে করা দুটি মামলা তুলে নিয়েছেন তিনি।
বিষয়টি নিয়ে অবশ্য ব্র্যাড পিটের আইনজীব𝔉ীরা বলছেন, ‘জোলির করা অভিযোগগুলো মিথ্যা ছিল, শুধুমাত্র ব্র্যাড পিটের সম্মানহানি করার জন্যই এগুলো করেছিলেন তিনি। একারণেই হাল ছেড়ে দিয়েছে জোলি।’
এটিকে ব্র্যাড পিটের জয় হিসেবে দেখছেন তারা। ব্র্যাড পিট বেশ স্বস্তিতে আছেꦯ🌺ন একারণে।
তবে জোলি মামলা তুলে নিলেও তোলেননি ব্র্যাড পিট। ফ্রান্সের আঙুরের বাগান নিয়ে আইনি ল🐬ড়াই চলছে ব্র্যাওড পিট এবং অ্যাঞ্জেলিনা জোলির মধ্যে।
ব্যক্তি জীবন𒆙ে ছয় সন্তানের অভিভাবকত্ব, সম্পত্তির মালিকানা, মানহানির অভিযোগ নিয়ে হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিট গত কয়েক বছর ধরে লড়ছেন। অবশেষে সব অভিযোগ তুলে নিয়ে নিজের কাজে মনোযোগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন অ্যাঞ্জেলিনা জোলি।
সূত্র: হিন্দুস্তান টাইমস