• ঢাকা
  • মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ক্যানসারের কথা বলতে গিয়ে কাঁদলেন হিনা, ‘যোদ্ধা’র পিঠ চাপড়ালেন সালমান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৪, ০৫:০৮ পিএম
ক্যানসারের কথা বলতে গিয়ে কাঁদলেন হিনা, ‘যোদ্ধা’র পিঠ চাপড়ালেন সালমান
হিনা খান, সালমান। ছবি: কোলাজ

মরণব্যাধি ক্য🐭ানসার থাবা বসিয়েছে শরীরে। চলছে কেমোথেরাপি। ক্যানসারের তৃতীয় ধাপ। লড়াই সহজ নয় জেনেও অদম্য মনের জোর হিনা খানের। শরীরে কর্কটরোগ থাবা বসালেও মানসিক শꦉক্তি এতটুকু টলাতে পারেনি। তাই তো এই অসুস্থ শরীরেও কখনও  কনে সাজে বাজিমাত করছেন তো আবার কখনও বা বিদেশভ্রমণে গিয়ে জীবনীশক্তির পাঠ দিচ্ছেন অভিনেত্রী।

 এসবের মাঝেই সম্প্রতি ফের একবার ‘বিগ বস’🌱-এর মঞ্চেপৌঁছে গেলেন। সেখানেই সঞ্চালক সাল꧒মান খানের মুখে নিজের ক্যানসারযুদ্ধের কথা শুনে কেঁদেই ফেললেন হিনা খান।

‘বিগ বিস’-এর মঞ্চে যে আরও একবার হিনা খানকে দেখা যাবে, তা আগেভাগেই জানা গিয়েছিল। কেমোর যন্ত্রণার মাঝেই সালমানের সঙ্গে মঞ্চ ভাগ করে নিলেন তিনি। তবে এবার আর প্রতিযোগী নন, বরং ‘উইকএন্ডে কা বার’ এপিসোডে বিশেষ অতিথি হিসেবে রয়েছেন হিনা খান। মঞ্চে তাকে আহ্বান জানানোর সময়ে ভাইজানকে বলতে শোনা যায়, এবার আমি বাস্তবজীবনের এক যোদ্ধা, হিনা খানকে ডেকে নেব। সেই ডাকে সাড়া দিয়ে মঞ্চে উঠেই অভিনেত্রীকে বলতে শোনা যায় এই রিয়ালিটি শোয়ের প্রতিযোগী হয়ে জীবনের কোন চরম বাস্তবের পাঠ তিনি প𒁏েয়েছেন।

হিনা জানালেন ‘বিগ বিস’-এ প্রতিযোগিতাই নাকি তা🌠র মানসিক শক্তি বাড়িয়েছে। অভিনেত্রীর মন্তব্য, “দারুণ একটা স✤ফর ছিল। যা আমাকে মনের জোর বাড়াতে সাহায্য করেছে। এমনকী ‘শের খান’ বলে উপাধিও আমি এখান থেকেই পেয়েছি।”

Link copied!