অভিনেতা ও সংগীতশিল্পী তাহসান রহমান খানের ফেসবুক পেজ থেকে একটি লাইভ পোস্ট করা হয় গত ২৮শে ফেব্রুয়ারি রাত ১০টার দিকে। আবার কয়েক ঘণ্টার💎 মধ্যে সেটা মুছেও ফেলা হয়।
ভিডিওটিতে তেমন কিছু ব🔯োঝা না গেলেও একটি অন্ধকার শোরুমে একস🐼ঙ্গে দেখা যায় তাহসান-ফারিণকে। ভিডিওটি ব্যাপক কৌতূহল তৈরি করে দুই তারকার ভক্তদের মাঝে। অনেকেই নানা রকম মন্তব্য করতে থাকেন ও নিজেদের মতামত শেয়ার করতে থাকেন। অভিনেত্রী ফারিণও এ ভিডিও আপলোডের একঘণ্টা পর একটি ফেসবুক পোস্ট করেন।
সেখানে লেখা ছিল, এতরাতে এ কোথায় ফেঁসে গেলাম! বিষয়টি নিয়ে বিভিন্ন প্রকার ব্যাখ্যা দেখা যায় সোশ্যাল মিডিয়ায়। গত দুইদিনে এ দুই তারকার সঙ্গে যোযোযোগ করেও কিছু জানা যায়নি। অবশেষে গতকাল রাজধানীর ইম্পেরিয়ার হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে কিছুটা খোলাসা করেন♐। তারা জানান, তারা দুজনই ঢাকার একটি এপেক্স শোরুমে গিয়েছিলেন।
তখনই ভুলে লাইভ চালু হয়ে যায়। তারা ভক্তদের উদ্দেশ্যে জানিয়েছেন, তারা সুস্থ ও সবল আছেন। আগামী♏ কিছুদিনের মধ্যে ভালো কিছু নিয়ে দর্শকদের সামনে আসবেন।