• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ৩ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


সাবেক প্রেমিক সম্পর্কে মুখ খুললেন স্বস্তিকা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৪, ০৭:৪১ পিএম
সাবেক প্রেমিক সম্পর্কে মুখ খুললেন স্বস্তিকা
অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি । ছবি: সংগৃগীত

টালিউড আলোচিত অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি বরাবরই ঠোঁটকাটা স্বভাবের। ক্যারিয়ার কিংবা ব্যক্তিগত জীবন নিয়ে সবসময় সোজাসাপটা কথা বলে থাকেন তিনি। এমনকি ব্যক্তিজীবনের প্রেমের সম্পর্ক নিয়েও। এখনো মাঝে মাঝে দীর্ঘ ১৫ বছর আগের পুরনো প্রেমের সম্পর্ক নিয়ে কথা বলেন। আবার সাবেক প্রেমিকের সঙ্গে তোলা ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন এ অভিনেত্রী।

টালিউ🎀ড ইন্ডাস্ট্রির প্রেমিক পুরুষ বলা হয় অভিনেতা পরমব্রতকে। ক্যারিয়ারে বি🐲ভিন্ন সময় একাধিক অভিনেত্রীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন তিনি। এ তালিকায় স্বস্তিকাও ছিলেন। ১৫ বছর আগের সেই সম্পর্ক যদিও এখন পুরনো। পরমব্রত এখন সংগীতশিল্পী পিয়ার স্বামী। গত নভেম্বরে গায়ক অনুপম রায়ের সাবেক স্ত্রীকে বিয়ে করেছেন অভিনেতা।

পিয়া-পরমব্রতের বিয়ের পর তখন সোশ্যাল মিডিয়ায় স্বস্তিকাকে টেনে বিভিন্ন মন্তব্য করেছেন নেটিজেনরা। কেননা, বিভিন্ন সময় পরমব্রতের সঙ্গে তোলা ছবি পোস্ট করে সাবেককে বন্ধুত্বের সম্পর্ক বলে উল্লেখ করেছে🐬ন অভিনেত্রী। এ ব্যাপারে ভারতীয় 𒁃একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে কথা বলেছেন স্বস্তিকা।

সাবেকের সঙ্গে বন্ধুত্ব নিয়ে স্বস্তিকা বলেন, অনেকে কূটচালিও করে। শুধু সোশ্যাল মিডিয়াꦿয় নয়, চারপাশেও অনেক আত্মীয়-স্বজন ও প্রতিবেশী রয়েছে। কিন্তু তাদেরকে আমরা কখনোই পাত্তা দেই না। সব আত্মীয়দের কিন্তু ভালো লাগে না। পেছনে পড়ে থাকলে কিছু কথাﷺ বলবে। আগে তারা আড়ালে বলতো, আর এখন সোশ্যালে প্রকাশ্যে বলে। কিন্তু এসবে ব্যস্ত হয়ে পড়ি না।

এরপরই পরমব্রতের ব্যাপারে স্বস্তিকা বলেন, এই  তো নববর্ষের পার্টিতে সৃজিত ও পরমব্রতের সঙ্গে একটি ছব🐈ি পোস্ট করে লিখেছিলাম, সাবেক বলে কিছুই হয় না (হাসি)। কেননা, আমরা তো বলি বিয়ের পাঁচ-ছয় বছর হলে স্বামী-স্ত্রীও ভাই-বোন হয়ে যায়। আর ১৫ বছর আগের সাবেক কি সাবেকই থেকে যাবে?

টালি তারকা বলেন, আমরা একই জায়গায় কাজ করি। ভালো-মন্দের মধ্যে আমিও মিশে আছি। অনেকদিন হলে 🍎কারও খাဣরাপ দিক মনে থাকে না। পরম-সৃজিত যাইহোক, যখন তাদের কথা ভাবি তখন কিন্তু ভালোগুলোই মনে পড়ে। খারাপ মনে রাখলে আমাদেরই ক্ষতি। তিক্ততা জমিয়ে রেখে লাভ কী? যদি পরমের কথা ভাবি তাহলে ওর ভালো বিষয়গুলোই মনে পড়ে। এজন্য হয়তো সে বাড়ি ফেরার সময় জড়িয়ে ধরে বলতে পারি, ভালো থাকিস।

এ অভিনেত্রী আরও বলেন, পিয়াকে আমি অনেক দিন ধরে চিনি, জানি। খুব ভালো লাগে ওকে। পরমকে বলেছিলাম, ডাকিস, তোর জন্য না হলেও পিয়ার জন্য আমি যাব। পিয়ার স্বামಌী কে? সেটি আমার কাছে জরুরি নয়। আমি সে রকম কোনো মানুষ নই যে, কাউকে জড়িয়ে ধরে তাকে ভালো থাকতে বলতে পারব 🧔না। আর কারও সঙ্গে তো আমার দেখাদেখি বা যোগাযোগ বন্ধ হয়নি। আমাদের পেশায় সেটি সম্ভবও নয়। এমনটা হলে কতজনের সঙ্গে করব না? তাহলে তো বাড়িতে বসে থাকতে হবে।

Link copied!