পাঠানের পর ‘জওয়ান’ নিয়ে বক্স অফিস মাতাতে আসছেন শাহরুখ খান। সিনেমার প্রিভিউ এবং প্রথম পোস্টার প্রকাশ হওয়🍰ার পর থেকেই শাহরুখ অনুরাগীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। ন্যাড়া মাথায়, চোখে সানগ্লাসে শাহরুখের নতুন লুক দেখে অবাক সবাই। আর এবার জওয়ানের নতুন পোস্টারে চমক দিলেন দক্ষিণি অভিনেত্রী নয়নতারা। হাতে বন্দুক নিয়ে রীতিমতো অ্যাকশন দৃশ্যে ধরা দিয়েছেন এই অভিনেত্রী।
ভারতীয় সংবাদꦜমাধ্যম সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে ꦚজানা যায়, জওয়ান’-এর প্রথম ঝলকে শাহরুখের রাফ অ্যান্ট টাফ লুক দেখে গত কয়েক ধরেই সরগরম নেটপাড়া। এবার সেই ন্যাড়া মাথা, চোখে কালো সানগ্লাস, কাঁচা-পাকা দাড়ি, হাতে বন্দুক নিয়ে নতুন পোস্টারে ধরা দিলেন, যা দেখে উচ্ছ্বসিত ভক্তরা।
শাহরুখ তার পোস্টের𝓡 ক্যাপশন লিখেছেন, ‘তিনি সেই বজ্র যা ঝড়ের আগে আসে’!
জওয়ানে নয়নতারার লুক, প্রিভিউ সবকিছুই মুক্তি পেয়েছে ইতিমধ্যেই! জওয়ান হিন্দি, তামিল ও তেলেগুতে ৭ সেপ্টেম্বরღ ২০২৩-এ বিশ্বব✤্যাপী মুক্তি পাচ্ছে।’ পোস্টারের ওপর লেখা ছিল, ‘রেডি অর নট, শি ইজ গট দ্য গ্লক’।
এদিকে মুক্তির পর পরেই ভাইরাল হয়েছে ‘জওয়ান’ পুতুলও। ইতি꧙মধ্যেই, ‘জওয়ান’ সিনেমার পয়লা ঝলকে বলিউড বাদশাকে যে চারটি ভিন্ন লুকে দেখা গিয়েছে, তা নিয়ে তোলপাড় 🅰সামাজিক যোগাযোগমাধ্যম।