ইংরেজি নতুন বছরকে স্বাগত জানিয়ে বিশ্বজুড়ে শান্তি কামনা করেছেন ঢালিউড সুপারস্টার শাকিꩵব খান। ২০২৪🍃 সালকে স্বাগত জানিয়ে শাকিব তার ফেসবুকে লিখেছেন-
২০২৪ সাল বিশ্বজুড়ে শান্তওির বছর হোক। আপনাদের সকলের জন্য ভালবাসা এবং সুখ কামনা করছি। শুভ নববর্ষ ২০২৪।
শাকিব এখন বহুল প্রতীক্ষিত হিমেল আশরাফ পরিচালিত ‘রাজকুমার’ ছবির শুটিংয়ে ব্যস্ত সময়�♔� পার করছেন।
এছাড়া অনন্য মামুনের ‘দরদ’, রাফীর ‘তুফান’ ও মেহেদী হাসান হৃদয়ের নাম চূড়๊ান্ত না হওয়া ছবিতে কাজ করছেন। নতুন বছরে তার চারটি ছবি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
গত বছর শীর্ষ তারকা শাকিব খান তার ‘প্রিয়তমা’ দিয়ে তো রীতিমতো চমকে দিয়েছেন। ছবিতে শাকিবে🏅র বৃদ্ধ লুকের পোস্টার ভাইরাল হয়। ছবির গান ছিল মানুষের মুখে মুখে। এটি বাংলাদেশি ছবির পুরোনো সব ব্যবসায়িক রেকর্ড ভেঙে দিয়েছে।