মুক্তির মিছিলে এলো নায়ক ওমর সা🧔নি-মৌসুমী অভিনীত নতুন সিনেমা ‘সোনার চর’। ছবিটি প🐽রিচালনা করেছেন জাহিদ হোসেন। ইতেোমধ্যে বিনা কর্তনে সিনেমাটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে।
প্রযোজক জাহাঙ্গীর সিকদার বলেন, ‘‘সোনার চর’ সিনেমা মুক্তির জন্য পুরোপুরি প্রস্তুত। আগামী রবিবার সিনেমার সবাইকে নিয়ে ⛦বসে মুক্তির তারিখ ঠিক করব। ভালো কোনো তারিখ দেখে সিনেমাটি মুক্তি দেব।’’
‘সোনার চর’-এ অভিনয় প্রসঙ্গে ওমর সানী বলেন, ‘গত দুই-তিন বছর ধরেই এ সিনেমা সম্পর্কে আমি অবগত। পৃথিবীব্যাপী সাড়া ফেলার মতো সিন🦂েমা হয়তো হবে না এটা, কিন্তু এতে বাংলাদেশকে খুঁজে পাওয়া যাবে🐲। আবারও মৌসুমীর সঙ্গে কাজ করছি সেটিও অনেক ভালোলাগার।’
মৌসুমী বলেন, ‘জাহিদ ভাইয়ের সঙ্গে মাতৃত্ব সিনেমাতে কাজ করতে গিয়েই পরিচালক-শিল্পীর মেলবন্ধনটা তৈরি হয়। মাতৃত্বের সময় যে বাড়িতে শুটিং করেছি একই জায়গায় এ সিনেমারও কাজ করছি। তাই অনেক স্মৃতি চোখের সামনে ভেসে উঠছে বারবার।
আমার বিশ্বাস সোনার চর দারুণ একটি সিনেমা হবে। আর সানীর চরিত্রটিও অনেক চ্যালেঞ্জিং। এর আগে তাকে এমন চরিত্রে দেখা যায়নি। এ ধরনের চরিত𝐆্রে 𓆉তার আগ্রহ আমাকে মুগ্ধ করেছে। আশা করি চবিটি সবার ভালো লাগবে।’
সানি-মৌসুমী ছাড়াও ছবিতে অভিনয় করেছেন জায়েদ খান। তিনি বলেন, ‘এই সিনেমায় ভিন্ন এক জায়েদ খানকে দেখতে পাবেন দর্শক। নিজেকে ভেঙেছি। অনেক পরিশ্রম করতে হয়েছে কাজটি করতে গিয়ে।
আশা করছি, দর্শকদের ভালো লাগবে।’
এক্সেল ফিল্মসের ব্যানারে নির্মিত এ সিনেমায় আরো অভিনয় করেছেন— শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন, আবুল হোসেন মজুমদার, শাওন আশরাফ, পাপিয়া মাহি প্রমুখ।