• ঢাকা
  • শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১, ৫ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


বিয়ে করেছেন কি না, স্পষ্ট করলেন অভিনেত্রী


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৪, ০৯:৫১ এএম
বিয়ে করেছেন কি না, স্পষ্ট করলেন অভিনেত্রী
জান্নাতুল সুমাইয়া হিমি

শনিবার (৯ নভেম্বর) সন্ধ্যায় এই পোস্টের পর ভক্তদেরꦑ ম𓃲ধ্যে তাকে নিয়ে কৌতূহল বাড়ে। অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমির ভেরিফায়েড ফেসবুক পেজে ‘জাস্ট ম্যারিড‍‍` লিখলেন। প্রশ্ন জাগে, তবে আচমকা বিয়ের পিঁড়িতে বসলেন ছোট পর্দার এই জনপ্রিয় অভিনেত্রী।

‘সেই পোস্টের পর অনেকেই তাকে বিয়ের জন্য অভিনন্দনও জানাতে শুরু করে দেন। পরে হিমিকে সেই পোস্টের রহস্য উন্মোচন করতে হলো। গণমাধ্যমে দেওয়া এক সা𓃲ক্ষাৎকারে এই অভিনেত্রী জানালেন, আলোচিত পোস্টটি নিছকই একটি মুক্তিপ্রতীক্ষিত নাটকের প্রচারণা মাত্র।

জানা যায়, অভিনেতা নিলয় আলমগীরের 🐼সঙ্গে ‘জাস্ট ম্যারিড’ নামের একটি নাটকে অভিনয় করেছেন হিমি। সে নাটকের প্রচারণার অংশ হিসেবে পোস্টটি করেছিলেন তার পেজের অ্যাডমিন। তবে অনেকেই এটিকে তার বিয়ের খবর ভেবে নেওয়ায় পরে মন্তব্যের ঘরে নাটকের লিংক যুক্ত করা হয়।

হিমি

এই পোস্ট প্রসঙ্গে প্রশ্নের জবাবে হিমি একটি গণমাধ্যমকে বলেছেন, ‘আমি এভাবে বিয়ে করব কেন। বিয়ে🐼 করলে চুপিসারে নয়, জানিয়েই✨ বিয়ে করব। এটা নাটকের প্রচারণায় আমার অ্যাডমিন পোস্ট করেছে। নাটকটি আজ মুক্তি পেয়েছে।’

এ সময় নিজের বাস্তবে বিয়ের প্রসঙ্গেও༒ কথা বলেছেন হিমি, ‘বিয়ে তো করতেই হবে। পরিবার থেকেও মাঝেমধ্যে জানতে চায়। কিন্তু কবে যে বিয়ে করব জানি না। তবে এভাবে হুট করে ফেসবুক পোস্টে বিয়ের কথা কাউকে জানাব না। আমার বিয়ে হলে আগে থেকেই সবাই জানবে। সবাইকে জানিয়েই বিয়ে করব।♊’

প্রসঙ্গত, ‘জাস্ট ম্যারিড’ নামের সে নাটকে হিমি, নিলয় ছাড়াও অভিনয় করেছেন আবদুল্লাহ রানা, পাপিয়া, ইসরাক পায়েল প্রমুখ। নাটকট🃏ি পরিচালনা করেছেন হাসিব হোসাইন রাখি।

Link copied!