• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ৩ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


যে স্বপ্নের ফ্ল্যাটটি বিক্রি করে দিচ্ছেন সোনাক্ষী


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২২, ২০২৪, ১১:৪৬ এএম
যে স্বপ্নের ফ্ল্যাটটি বিক্রি করে দিচ্ছেন সোনাক্ষী
অভিনেত্রী সোনাক্ষী সিনহা। ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও প্রেমিক জহিরের সঙ্গে যে বাড়িতে বিয়ে হয়ে ছিল দুমাস আগে, বান্দ্রার স্বপ্নের সেই বিলাসবহুল ফ্ল্যাটটি বিক্রি করে দিচ্ছেন সোনাক্ষী।🌳 একেবারে বান্দ্রার ওরলি থেকে আরব সাগরের সংযোগস্থলে ছিল বাড়িটি। স্বামী জহিরকে নিয়ে সেখানেই থাকছেন অভিনেত্রী সোনাক্ষী🌃। তার বিয়ের ভিডিওতে দেখা গেছে ফ্ল্যাটের অন্দরমহলও। সে কারণে ভক্তরা জানেন অভিনেত্রীর বারান্দা বা বৈঠকখানা দেখতে ঠিক কেমন। তবে এবার এই ফ্ল্যাটের ব্যাপারে বড় সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী।

সম্প্রতি সোনাক্ষীর বাসাটি দেখা গেছে বাড়ি কেনাবেচার সংস্থার সামাজিক মাধ্যমে। সেখান🍷ে সমুদ্রমুখী ৪ হাজার ২০০ বর্গফুটের দুই কামরার বিশাল ফ্ল্যাটের বর্ণনা দেওয়া হয়েছে।

ফ্ল্যাটের বর্ণনা শুনেই এটি যে♉ সোনাক্ষীর ফ্ল্যাট, সেটি চিনে নিয়েছেন নেটিজেনরা। 🔯২০২০ সালে ফ্ল্যাটটি কিনেছিলেন অভিনেত্রী।

এই ফ্ল্যাটের শুধু ইন্টে𝕴রিয়র করতে খরচ হয়েছে পাঁচ কোটি টাকা, আছে নিজস্ব লিফট। সি ফেসিং বারান্দা। পাশাপাশি আছে সার্ভেন্ট কোয়ার্টার, বিশাল কিচেন, শরীরচর্চার জায়গা। পাওয়া যাবে তিনটি গাড়ি পার্কিংয়ের🎉 জায়গাও। এমন ফ্ল্যাটের দাম রাখা হয়েছে ২৫ কোটি টাকা।

২০২৩ সাল থেকে বিলাসবহুল ফ্ল্যাটে থাকতে শুরু করেন সোনাক্ষী সিনহা। সেখানেই বিয়ে করেন তারা। তবে কী কারণে সেই ফ্ল্যাট বিক্রি করে দিচ্ছেন অভিনেত্রী, সেটি এখনো জানা যায়নি।
এবার অভিনেত্রী নতুন ফ্ল্যাটেই উঠবেন বলে ধারণা ভক্তদের। নতুনভাবে সাজিয়ে তুলবেন সংসার।  সোনাক্ষী সবশেষ ‘নিকিতা রায় দ্য বুক অব ডার্কনেস’ নামের একটি সিনেমায় কাজ করেছেন । সিনেমাটি 🗹মুক্তির অপেক্ষায় রয়েছে।

Link copied!