দীর্ঘ ১০ বছর পর লন্ডনে কনসার্টে অংশ নিচ্ছেন জেমস। ৭ ডিসেম্বর লন্ডনেꦯর দ্য রয়েল রিগেনসিতে এবং ১০ ডিসেম্বর বারꦛ্মিংহামে একটি কনসার্টে অংশ নেবেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন জেমসের মুখপাত্র রবিন ঠাকুর।
গণমাধ্যমকে রবিন বলেন, লন্ডন এবং বার্মিংহামে কনসার্টে অংশ নেবেন জেমস। সর্বশেষ ১০ বছর আগে লন্ডনে কনসার্টে অংশ নিয়েছিলে🌳ন তিনি।
এদিকে কনসার্টে অংশ নেওয়ার জন▨্য লন্ডনের উদ্দেশে রওনা দিয়েছেন জেমস ও তার দল। কনসার্ট শেষে 💎১১ ডিসেম্বর দেশে ফেরার কথা রয়েছে তার। দেশে ফিরে কয়েকটি কনসার্টে গাওয়ার কথা রয়েছে জেমসের।
গেল রমজানের ঈদের চাঁদরাতে প্রকাশিত হয়েছিল জেমসের নতুন গা🌞ন ‘সবই ভুল’। যৌথভাবে গানটির কথা লিখেছেন জেমস ও বিশু শিকদার। গানের সুর করেছেন জেমস। বসুন্ধরা ডিজিটাল ইউটিউব চ্🎉যানেলে প্রকাশ পায় গানটি।