আলোচিত ‘তুফান’ ছবির সিক্যুয়েল ‘তুফান ২ ‘ এর শুটিং শুরু হতে যাচ্ছে আগামী মাস দুয়েকের মধ্যে। আর এই সিক্যুয়েলে থাকছไেন উরাধুরা নাচের নায়িকা মিমি চক্রবর্তী। একটি ভারতীয় গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন সিনেমার পরিচালক রায়হান রাফী। এখন চলছে চিত্রনাট্য নিয়ে ঘষামাজা কাজ।
রায়হান রাফী ছুটি কাটাতে আপাতত তিনি মার্কিন মুলুকে আছেন। সেখান থেকেই ফোনালাপে জানালেন দেশে ফিরেই ছবির কাজে হাত দিবেন। সেই অনুযায়ী সিক্যুয়েলের চিত্রনাট্য নিয়ে ঘষামাজা চলছে। এবার আরও বড় করে ফি꧑রবে ‘তুফান’ ছবি। তবে সবটাই জানাবে দুই বাংলার প্রযোজনা সংস্থা। আগের ছবির প্রায় প্রত্যেক অভিনেতাই থাকবেন ফ্র্যাঞ্চাইজ়িতে। থাকবেন ඣমিমি চক্রবর্তীও।
এদিকে ছবির যে সিক্যুয়েল হচ্ছে, একথা শুক্রবার নিজের ইনস্টাগ্রামে ভাগ করে নিয়েছেনꦯ মিমি। ছবির সাফল্যে তিনিও ছুটির মেজাজে। অভিনেত্রী পাড়ি দিয়েছেন উত্তরবঙ্গে, জলপাইগুড়িতে। সেই ছবিও ভাগ করে নিয়েছেন সমাজমাধ্যমে। ছবিতে পাহাড়ের আবছা আভাস। নিজের মতো করে ঘুরে বেড়ানোর পাশাপাশি দিদির মেয়ের জন্মদিনের উদ্যাপনে মেতেছেন নায়িকা। মজার কথা, কেক কাটার সময় বাড়ির সকলে একসঙ্গে গেয়ে উঠেছেন নায়িকার সদ্য মু্🌄ক্তি পাওয়া ‘তুফান’ ছবির জনপ্রিয় গান ‘দুষ্টু কোকিল’!