• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪, ১ পৌষ ১৪৩১,

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


জায়েদ খানের বউ হওয়ার প্রশ্নে সায়ন্তিকার সোজা জবাব


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৭, ২০২৪, ০৫:২৭ পিএম
জায়েদ খানের বউ হওয়ার প্রশ্নে সায়ন্তিকার সোজা জবাব
জায়েদ খান ও সায়ন্তিকা। ছবি: ফেসবুক থেকে

কলকাতার আলোচিত অভিনেত্রী সায়ন্তিকা। তৃণমূলের রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও এবার লো𒉰কসভা ভোটের টিকিট মেলেনি নায়িকার! শুধু সায়ন্তিকাই নন, দলের প্রতি অভিমান আছে বহু তারকার। গুঞ্জন রটেছে, অভিনয় কিংবা রাজনীতির মাঠ—কোথাও নাকি পা শক্ত করে দাঁড়াতেই পারছেন না সায়ন্তিকা। তবে কি বিয়ে করে সংসারি হবেন নায়িকা? এমন প্রশ্নও আসছে সামনে। একবার গুঞ্জন রটেছিল, বাংলাদেশের অভিনেতা জায়েদ খানের সঙ্গে প্রেম ক♐রছেন নায়িকা।

এবার নিজের বিয়ে এবং জায়🌸েদ খান প্রসঙ্গ💦ে ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিনকে স্পষ্ট বার্তা দিয়েছেন অভিনেত্রী। আপনি কি বাংলাদেশের বউ হচ্ছেন? 

এমন প্রশ্নের জবাবে সায়ন্তিকা ব🍨লেন, ‘না না একেবারেই কারও বউ হচ্ছি না।’ তাহলে জায়েদ খানের বউ হচ্ছেন না? এমন প্রশ্নে সায়ন্তিকা বলেন, ‘আমি কারোর নামে মিথ্যা অপবাদ দিই না। জায়েদ খান ভীষণই ভালো একজন মানুষ। আমাকে সত্যি সাহায্য করেছেন। সম্মান দিয়েছেন।’

সায়ন্তিকা আরও বলেন, ‘বাবা-মা এখনই আমাকে বিয়ে দিতে আগ্রহী নন। আমি তো সব সময় মিডিয়া বন্ধুদের বলি পাত্র খুঁজে দিতে, সবাই দেবে বলে; কিন♏্তু আর দেয় না। আমার তো পাত্র খোঁজার সময় নেই! ২৪ ঘণ্টা বাঁকুড়ায় পড়ে থাকলে কোথা থেকে আমি প্রেম করব?’ এর আগে বাংলাদেশের অভিনেতা জায়েদ খানের সঙ্গে সায়ন্তিকার প্রেমের গুঞ্জন রটেছিল। বাংলাদেশে এসে সিনেমার শুটিং না করেই পশ্চিমবঙ্গে ফেরত যান তিনি। যা নিয়ে ভারত-বাংলাদেশের সংবাদমাধ্যমগুলোতে তুমুল আলোচনা হয়।

 

Link copied!