একসময়ের আলোচিত নাম সানাই মাহবুব। নেতিবাচক কন্টেন্টের কারণেই আলোচনায়𝓰 থাকতেন তিনি। তবে বিয়ে করে ধর্মীয় জীবনযাপনের পথ বেছে নেন তিনি। বিদায় জানিয়েছিলেন বিনোদন দুনিয়াকেও। তব𓄧ে এক বছরের মাথায় বিবাহবিচ্ছেদের পথে হাঁটছেন তিনি। এখনো আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের খবর প্রকাশ্যে না এলেও একসঙ্গে থাকছেন না তারা।
এদিকে বিরতির পর ফের অভিনয়ে ফিরতে চ💛ান সানাই। সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা নিজেই জা🐷নিয়েছেন তিনি। আরও জানিয়েছেন, বাধ্য হয়ে মিডিয়া ছেড়েছিলেন তিনি।
তিনি বলেন, ‘আমি একপ্রকার বাধ্য হয়েই মিডিয়া ছেড়েছিলাম। আপনারা জানেন, আমি বারবার বাসা পরিবর্তন করতাম। কারণটা অনেকেই জানেন, আবার অনেকেরই অজানা। আজ বলছি, আমাকে বিভিন্ন মোবাইল নাম্বার থেকে কল করে মেরে ফেলার হুমকি দেওয়া হতো। বলা হতো, আমাকে টুকরো টুকরো করে কেটে ফেলব💃ে; আমার মা-বাবাও চিনতে পারবেন না।’
সানাই আরও বলেন, ‘আগে যা করেছি, না বুঝেই করেছি। এখন সামাজিক এবং ভালো গল্পের মিউজিক ভিডিও, নাটক, সিনেমায় কাজ করতে চাই। আগে না বুঝেই কাজ করতাম। এখন আমার বয়স বেড়েছে। ভালো-মন্দের পার্থক্য বুঝি। 𝔍ছোটবেলা থেকেই আমি সহজ-সরল স্বভাবের। অনেকেই আমার এ সরলতার সুযোগ কাজে লাগিয়েছেন।’
এর আগে কাজ খুঁজে পাচ্ছেন না উল্লেখ করে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘এখনো কোনো কাজ পাইনি, কারণ যে ধܫরনের কাজ খুঁজছি, তা পাচ্ছি না। কারণ, আমি শালীনতা বজায় রেখে কাজ করতে চাই। এখনো মনের মতো কাজ না পেলেও শিগগিরই কাজ পেয়ে যাব।’
২০২২ সালেജর ২৭ মে আবু সালেহ মুসার সঙ্গে বিয়ে হয় সানাইয়ের। তার পৈতৃক নিবাস নীলফামারীতไে এবং স্বামীর বাড়ি একই জেলার কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়নের দক্ষিণ দুরাকুঠি এলাকায়। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে বিচ্ছেদের বিষয়টি সামনে আনেন সানাই।