• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


গোপনে সালমান-ঐশ্বরিয়া বিয়ে, হানিমুনে গিয়েছিলেন নিউইর্য়ক?


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২৪, ১১:৫৮ এএম
গোপনে সালমান-ঐশ্বরিয়া বিয়ে, হানিমুনে গিয়েছিলেন নিউইর্য়ক?
সালমান খান ও ঐশ্বরিয়া রাই। ছবি। সংগৃহীত

সুপারস্টার সালমান খান এবং ঐশ্বরিয়া রাই বচ্চ꧂নকে নিয়ে এখনও আলোচনার শেষ নেই। বর্তমানে দুজনেই জীবনের পথই আলাদা কিন্তু তাও তাদের নিয়ে আলোচনা শেষ হয় না।

নব্বইয়ের দশকের শেষের দিকের অন্যতম চর্চিত জুটি। তাদের প্রেম, বিচ্ছেদ, ত༺ারপর একে অপরের মুখ না দেখা, সব মিলিয়ে সেসময় প্রায়ই খবরের শিরোনামে থাকতেন দুই তারকা। এরপর পেরিয়ে গিয়েছে বহু বছর। দু’জনের জীবনের পথই নতুন বাঁক খুঁজে নিয়েছে। কিন্তু আজও সালমান ও ঐশ্বরিয়াকে নিয়ে আলোচনার শেষ নেই।

১৯৯৯ সালে ‘হম দিল দে চুকে সনম’ ছবির সেটে সালমান ও ঐশ্বরিয়া প্রেমের শুরু। শোনা যায়, গোপনে সলমনের খানের সঙ্গে বিয়ে সেরেছিলেন প্রাক্তন বিশ্বসুন্দর📖ী। এমনকি ধর্মান্তরও করেছেন নায়িকা। বিটাউনে গুঞ্জন ছড়ায়, লোনাভালার একটি ব꧋িলাসবহুল বাংলোতে তাদের বিয়ের আসর বসেছিল। ‘দম্পতি’কে আশীর্বাদ দেওয়ার জন্য উপস্থিত হয়েছিলেন দুই পরিবারের ঘনিষ্ঠ বন্ধু, আত্মীয়স্বজনরা। এখানেই শেষ নয়, এরপর তাঁরা নাকি হানিমুনি নিউইর্য়ক যান! যদিও এই সব নিয়ে কখনও কোনও সত্যতা প্রকাশ্যে আসেনি।

এক সাক্ষাৎকারে সালমানের সঙ্গে বিয়ের গুঞ্জন পুরোপুরি মিথ্যে বলে উড়িয়ে দেন ঐশ্বরিয়া। অভিনেত্রী স্পষ্ট বলেন, ‘বিয়ে হলে গোটা ইন্ডাস্ট্রির কাছে কি খবর থাকত না? খু💫ব ছোট এই ইন্ডাস্ট্রি। আমি এমন মানুষ নই যে বিয়ের মতো বড় ব্যাপারকে অস্বীকার করব। বিয়ে হ🍸লে সকলেই জানতে পারবে। আমি গোটা দুনিয়াকে গর্বের সঙ্গে আমার বরের সঙ্গে পরিচয় করাব। এই গুজবগুলি সত্যিই হাস্যকর।’

২০০২ সালে ঐশ্বরিয়া ও সালমানের বিচ্ছেদ হয়ে যায়। পড়ে থাকে শুধুই তিক্ততা। সেই বিচ্ছেদ নিয়েও চর্চা কম হয়নি। ঐশ্বরিয়ার ওপর অতিরিক্ত অধিকারবোধ, দুর্বব্যবহার, এমনকি গায়ে হাত তোলারও অভিযোগ ওঠে ভাইজানের বিরুদ্ধে। প্রথমে স্বীকার না করলেও পরে ঐশ্বরিয়া এই বিষয়ে মুখ খুলেছিলেন। সম্পর্কে ইতি টানার পর তারা একসঙ্গে আর কখনও কাজ করেননি। এত বছরে বিটাউনের কোনো পার্টিতেও তাদের একসঙ্গে দেখা যায়নি। ২০০৭ সালে অভিষেক বচ্চনের সঙ্গে গাঁটছড়া বাঁ𓃲ধেন ঐশ্বর্য। ২০১১ সালে বচ্চন দম্পতির মেয়ে আরাধ্যার জন্ম হয়।

Link copied!