বলিউড সিনেমায় নতুন মাত্রা যুক্ত করেছে ক্যামিও চরিত্র। সুপারস্টাররা একে অপরের সিনেমায় এসে চমক🌊 দিচ্ছেন। দর্শক-ভক্তদের মনে যোগ করছেন বাড়তি উন্মাদনা। টালিউডে এমনটা ঘটলে কেমন হতো! এমনই এক প্রশ্নে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন টালিউড সুপারস্টার জিৎ।
আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে জানানো হয়েছে, জিতের ভাষ্য, একবার মুম্বই🦹 যাওয়ার পথে বুম্বাদার (প্রসেনজিৎ) সঙ্গে এমন কথা হয়েছিল। আ꧒মার দিক থেকে কোনও আপত্তি নেই। যদি ভালো স্ক্রিপ্ট পাই, তাহলে এরকম সিনেমা হতেই পারে। তবে ক্যামিও নয় বরং তিনজনেরই থাকবে জবরদস্ত চরিত্রে। আমার মনে হয় দর্শকও সেটাই চাইবেন। এখন শুধু সঠিক গল্পের অপেক্ষায় রয়েছি।
এর আগে বাংলার এই তিন সুপারস্টার একে অপরের সঙ্গে ছবি করলেও একসঙ্গে ত্রয়ীকে কোনো সিনেমায় দেখা যায়নি। ‘দুই পৃথিবী’ সিনেমায় জুটি বেঁধেছিলেন দেব𝕴 এবং জিৎ। অন্য দিকে ‘জুলফিকার’ এবং ‘কাছের মানুষ’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন প্রসেনজিৎ ও দেব।