• ঢাকা
  • শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


শাকিবের ‘দরদ’ কবে আসছে জানালেন নির্মাতা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ৭, ২০২৪, ০৪:৩২ পিএম
শাকিবের ‘দরদ’ কবে আসছে জানালেন নির্মাতা
শাকিব খান । ছবি: সংগৃহীত

‘তুফান’ ঝড়ের মাঝে নতুন খবর দিলেন আলোচিত চলচ্চিত্র নির্মাতা অনন্য মামুন। তুফানের পর এবার ‘দরদ’ নিয়ে প্রেক্ষাগৃহে আসছেন সুপারস্টার🔯 শাকিব খান। ছবির পরিচালক অনন💝্য মামুন জানিয়েছেন, আগামী সেপ্টেম্বর মাসে ‘দরদ’ মুক্তি দিতে যাচ্ছেন।

রবিবার সকালে কলকাতার হোটেলে শাকিব খানের সঙ্গে দেখা করেন অনন্য মামুন। পরে শাকিবের সঙ্গে একটি ছবি পোস্ট করে ফেসবুকে জানান, ১৫ জুলাই থেকে ‘দরদ’ ছবির প্রোমোশন শুরু করবেন। বাংলাদেশের পাশাপাশি বিশ্ব বাজারে ভালো কিছু করাই ‘দরদ’ সংশ্লিষ্টদের লক্ষ্য🍨। মধ্যপ্রাচ্যে বড় অংশ জুড়ে বাঙালিরা থাকেন। সেই দর্শক ধরা অন্যতম টার্গেট আছে।

অনন্য মামুন বলেন, ‘দুই মাস দরদের প্রোমোশনে নতুন চমক থাকবে। শাকিবিয়ানদের নিয়ে প্রথম কোন বড় আয়োজন হবে।🤡 সেখানে জানানো হবে সেপ্টেম্বর মাসের কোন তারিখ ‘দরদ’ প্যান ইন্ডিয়ান ছবি হিসেবে একযোগে মুক্তি পাবে।’

ঈদের দিন প্রকাশ পেয়েছিল দেড় মিনিটের দরদ টিজার। যেখানে বহুরূপী শাকিব খানকেই দেখা গেছে! কখনও তিনি একেবারে ছাপোষা মানুষ, আবার কখনো না ভয়ংকর এক রহস্🌠য পুরুষ! টিজার বলছে, সাইকো থ্রিলার ঘরানার ছবি হতে ‘দরদ’।

টিজারে শাকিবের সঙ্গে বলিউড নায়ি🌜কা সোনাল চৌহানের আছে ভরপুর রোমান্স! সেই আভাসও পাওয়া গেছে! সঙ্গে দুর্দান্ত অ্যাকশন ও সাসপেন্স। টিজার দেখে দর্শকরা বলছেন, দুর্দান্ত গল্পে কমার্শিয়াল হিট করতে ফুল প্যাকেজ ছবি হতে যাচ্ছে ‘দরদ’!

টিজার প্রকাশের আগে শাকিব খানের ‘দরদ’ লুক প্রকাশ🐠 হয়েছিল। তখনও দুই বাংলার সিনেমা প্রেমীদের নজর কেড়েছিল।

বিশেষ করে এই নায়কের ভক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যমে লুকটি নিয়ে আলোচনায় মেতে ওঠেন। বাংলাদেশ ও ইন্ডিয়ার যৌথ প্রযো♏জনায় ‘দরদ’ হতে যাচ্ছে প্যান ইন্ডিয়ান সিনেমা। আরও আছেন পায়েল সরকার, রাজেশ শর্মা, রাহুল দেব, অলোক জꦫৈন, সাফা মারুয়া, এলিনা শাম্মী। বাংলার পাশাপাশি মুক্তি পাবে হিন্দি, তামিল, তেলুগু, মালায়লাম, কন্নড় ভাষায়।

Link copied!