প্রয়াত প্রিন্সে ডায়ানার একটি ভেলভেট গাউন প্রায় ৯ লাখ পাউন্ডে বিক্রি হয়েছে। যা বাংলাদেশি মুদ্রায় ১২ কোটি ৪৯ লাখ ১৬ হাজার টাকা। কালো রঙের ভেলভেট ইভিনিং গাউনটি ১৯৮৫ সালে ইতালির ফ্লোরেন্সে আয়োজিত একটি ডিনার পার্ট༒িতে পরেছিলেন ডায়ানা।
হলিউডের জুলিয়েন্স অকশন্সে আয়োজিত নিলামে ডඣ্রেসটি এতটা চড়া দামে বিক্রি হয়।
ড্রেসটি🐷 ছিল ডায়ানার একটি রয়েল ট্যুরের অংশ; যেখানে তার সঙ্গে ছিলেন তৎকালীন স্বামী চার্লস। ড্রেসটির সঙ্গে রয়েছে শোল্ডার প্যাড, একটি নীল স্কার্ট ও একটি স্যাশ। এটি তৈরিতে ফ্যাব্রিক ঠিক করেছে🥀ন বিশ্ববিখ্যাত টেক্সটাইল মার্চেন্ট জ্যাকব শ্লেফার। আর ড্রেসে থাকা মেটালিক এমব্রয়ডারি করা স্টারগুলো বসিয়েছেন জ্যাকস আজাগুরির ডিজাইন টিম।
রয়েল ফ্💛যামিলিতে গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে ইউনিক সব ড্রেস পরতেন ডায়ানা। তারই ধারাবাহিকতায় মরোক্কান-ব্রিটিশ ফ্যাশন ডিজাইনারের আরও বেশ ⛄কিছু ড্রেস তিনি পরেছিলেন।
হলিউড লিজেন্ডস অকশনে ইভিনিং ড্রেসটি ছাড়াও ডায়ানার পরিহিত একটি ব্লাউজ প্রায় ৩ লাখ ইউরোতে বিক্রি হয়েছে। ধারণা করা হয়েছিল যে এটি ৬৩ হাজার ইউরোতে বিক্রি হবে। ১৯৮১ সালে নিজের এনগ💃েজমেন্টে ড্রেসটি পরেছিলেন তඣিনি।
সূত্র : বিবিসি