• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


রাফীর ওয়েব সিরিজে নতুন চমক দীঘি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৯, ২০২৪, ০১:৩৭ পিএম
রাফীর ওয়েব সিরিজে নতুন চমক দীঘি
রায়হান রাফী, প্রার্থনা ফারদিন দীঘি । ছবি: কোলাজ

দেশের জনপ্রিয় অ♈ভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি ইতোমধ্যে তার অভিনয় গুণের মাধ্যেমে দর্শকদের হৃদয় জয় করে ন🅠িয়েছেন। শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করলেও বর্তমানে ঢালিউডে অতি পরিচিত নাম দীঘি। প্রায় নানান মন্তব্যে খবরের শিরোনামে থাকেন তিনি। 

এবার নতুন শিরোনামে এলেন তরুণ এই অভিনেত্রী। জানা গেছে, জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা রায়হান রাফীর ওয়েব &nb😼sp;সিরিজের নতুন চমক হিসেবে থাকছেন নাকি দীঘি। তিনিই কাজ কর✱তে যাচ্ছেন এই সিরিজে।

প্রচলিত আছে, রায়হান রাফীর ‘সুড়ঙ্গ’ সিনেমায় কাজ করার কথা ছিল দীঘির। কিন্তু চূড়ান্ত পর্যায়ে দেখা গেলো তমা মির্জাকে! বিষয়টিকে ইঙ্গিত করে দীঘি তখন অভিমানের সুর জাগালেন সোশ্যাল হ্যান্ডেলে। যেখানে তিনি কারও নাম না প্রকাশ করে দাবি করেন, মিডিয়া সিন্ডিকেটরা তাকে বারবার কাস্ট করেও সিনেম♍া থেকে বাদ দিয়ে দেয়।

দীঘির এমন মন্তব্যের জেরে রায়হান রাফী তখন পাল্টা প্রতিক্রিয়া দেন এমন, ‘সে স্লিম না, আনফিট। আর ও যেগুলো করে সেগুলো নিয়ে আমি তাকে দিয়ে সিনেমা বানাতে পারবো না। টি♉কটক করে আলোচনায় থাকা ▨যায় না।’

দুই বছর পর এবার সেই দীঘিতেই ভরসা খুঁজ🌌ছেন নির্মাতা রায়🧸হান রাফী। যদিও বিষয়টি এখনও গুঞ্জন পর্যায়ে রয়েছে। তবে অনুমান করা যাচ্ছে, এবার আর দীঘির বদলে অন্য কাউকে দেখার সম্ভাবনা নেই। নির্ভরযোগ্য সূত্র তেমনটাই নিশ্চিত করেছে।

জানা গেছে, চরকির একটি সিরিজ বানাতে যাচ্ছেন রায়হান রাফী। যার মূল চমক হিসেবে থাকবেন জাহিদ হাসান। সঙ্গে প্রার্থনা ফারদিনꦰ🌼 দীঘি।

বিষয়টি নিয়ে চরকি পক্ষ এখনই কোনও মন্তব্য করতে রাজি নন। তবে রাফী সত্যতা মেনে না নিলেও কথা বলেছেন এ প্রসঙ্গে। তিনি বলেন, ‘একটি সিরিজের বিষয়ে কথা হচ্ছে চরকি ও দীঘির সঙ্গে। জাহিদ হাসান ভাইও থাকার কথা রয়েছে। তবে এখনও চূড়ান্ত নয়। আমরা কিছুটা সময় চাই, এর🎶পর আনুষ্ঠানিকভাবে জানাবো।’

জানা♑ গেছে, দীঘি নিজেও ‘সুড়ঙ্গ’ভীতি কাটিয়ে রায়হান রাফীর বিষয়ে এখন বেশ আশাবাদী।

দ꧟ীঘি অভিনীত সর্বশেষ মুক্তি প্রাপ্ত সিনেমা কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের উপন্যাস অবলম্বনে ‘শ্রাবণ জোৎস্নায়’। যা  মুক্তি পেয়েছিল ১৬ ফেব্রুয়ারি। ২০২০-২১ অর্থ বছরে অনুদানের এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি।

Link copied!