• ঢাকা
  • বুধবার, ০৪ ডিসেম্বর, ২০২৪, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ২ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


নতুন বার্তা দিলেন প্রিয়দর্শিনী


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৪, ১১:০৬ এএম
নতুন বার্তা দিলেন প্রিয়দর্শিনী
চিত্রনায়িকা মৌসুমী। ছবি: সংগৃহীত

নতুন বার্তা দিলেন প্রিয়দর্শিনী চিত্রনায়িকা মৌসুমী। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থান করছেন জনপ্রিয়༺ এই নায়িকা। সেখান থেকেই দিলেন নতুন বার্তা। গুলশান ১-এর ৮ নম্বর রোডে অভিনেত্রী ‘রুশ মেকওভার’ নামের পার্লার দিয়েছেন। সামাজিক মাধ্যমে এমন বার্তা দিলেন মৌসুমী নিজেই। তার অবর্তমানে পুত্রবধূ আয়েশা ও মেয়ে ফাইজা প🀅ার্লারটি দেখভাল করছেন।

এদিকে ‘কেয়ামত থেকে কেয়ামত’ খ্যাত এই অভিনত্রীর স্ব🌼ামী ওমর সানী বলেন, ‘আমরা কোনো ঘোষণা দিয়ে পার্লারটি চালু করিনি।’

গত মাসে চালুর পর থেকেই পার্লারটি বেশ ভালো চলছে। নারীদের ব🌠িশ্বস্ততা অꦺর্জন করেছে। আগামী দিনে আরো কয়েকটি শাখা করার ইচ্ছা রয়েছে মৌসুমীর।

১৯৯৩ সালে𝐆র ২৫ মার্চ প্রয়াত পরিচালক সোহানুর রহমান সোহানের ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমাতে রেশমী চরিত্রে অভিনয়ের মধ্যদিয়ে চলচ্চিত্রে নায়িকা হিসেবে মৌসুমী অভিষেক হয়। এতে তার বিপরীতে ছিলেন প্রয়াত অমর নায়ক সালমান শাহ।

১৯৯৬ সালের ২ আগস্ট মৌসুমী চিত্রনায়ক ওমর সানীকে বিয়ে করেন। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমা হচ্ছে- ‘দোলা’, ‘আত্ম অহংকার’, ‘দেনমোহর’, ‘অন্তরে অন্তরে’, ‘মাতৃত্ব’, ‘দেবদাস’, ‘বি🌊শ্বপ্রেমিক’, ‘সুখের ঘরে দুখের আগুন’, ‘গরীবের রানী’, ‘প্রিন্সেস ডায়না’, ‘আম্মাজান’, ‘লুটতরাজ’, ‘বউয়ের সম্মান’, ‘মেঘলা আকাশ’, ‘ইতিহাস’, ‘লাল দরিয়া’, ‘তারকাঁটা’, ‘খায়রুন সুন্দরী’, ‘মোল্লাবাড়ির বউ’, ‘দুই বধূ এক স্বামী’ ইত্যাদি।

Link copied!