• ঢাকা
  • বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪, ২৭ কার্তিক ১৪৩১,

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


‘সোনার চর’

পোস্টারে মৌসুমীর নামটা তিন নম্বরে এটা ’হাস্যকর’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৯, ২০২৪, ০৮:০৭ পিএম
পোস্টারে মৌসুমীর নামটা তিন নম্বরে এটা  ’হাস্যকর’
মৌসুমী- সোনার চর পোস্টার। ছবি: ফেসবুক থেকে

সচরাচার সিনেমা মুক্তির আগে থেকে মুক্তি পর্যন্ত সমস্ত প্রচারণার সঙ্গে থাকেন সিনেমার অভিনেতা ও কলাকুশলীরা। কিন্তু ‘সোনার চর’ ছব🌱ির পোস্টার ও ট্রেলার উন্মোচন অনুষ্ঠানে গিয়ে দেখা গেলো ভিন্নচিত্র। শুধু জায়েদ খান ছাড়া দেখা যায়নি ওমর সানী, মৌসুমী ও শহীদুজ্জামান সেলিমের মত তারকাশিল্পীদের। নিজেদের সিনেমায় পোস্টার ও ট্রেলার উন্মোচন অনুষ্ঠানে তাদের যোগদান নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।

এ বিষয়ে জানতে চাইলে সিনেমাটির পরিচালক জাহিদ হোসেন বলেন, ‘মৌসুমী দেশের বাইরে থাকার কারণে অনুষ্ঠান൩ে উপস্থিত থাকবে পারেননি। এছাড়া ওমর সানী ও শহীদুজ্জামান সেলিম ব্যক্তিগত কারণে উপস্থিত থাকতে পারেননি।’

পরিচালকের এমন কথাকে উড়িয়ে দিয়ে ক্ষ🅠োভ ঝাড়লেন ওমর সানী। জানালেন, পরিচালকের পক্ষ থেকে তাকে কিছুই জানানো হয়নি।

ওমর সানী গণমাধ্যমকে বলেন, ‘আমি এই অনুষ্ঠানে যাবো না এটা সবাই জানেন। সবার সঙ্গেই তো আর বসা যায় না। এছাড়া প্রযোজক আমাকে জানালেও পরিচালক এ বিষয়ে কিছুই জানাননি। তারা শুধু একজনকে নিয়েই মাতামাতি করছে। আমার কথা বাদ দিলাম, এই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী। পোস্টারে তার নামটা তিন নম্বরে রাখা হয়েছে। বিষয়টি আমার কাছে হাস্যকর মনে হয়েছে। এখন পর্যন্ত ট্রেলার দেখিনি। আর পোস্টার নিয়ে কথা বলতে চাই না। শুধু এটুকু বলবো- প♔োস্টার ঠিক হয়নি।’

সিনেমা মুক্তির পর প্রচারণায় থাকবেন কিনা- জানতে চাইলে ওমর সান𒐪ী বলেন, ‘নিজের সিনেমার প্রচারণার সবাই তো যেতে চায়। তবে প্রযোজক-পরিচালক আমাকে উপযুক্ত সন্মান জানিয়ে নিতে পারলে অবশ্যই যﷺাবো।’

এদিকে ২৭ ফেব্রুয়ারি রাত সাড়ে ৯টার দিকে শহীদুজ্জামান সেলিম কথা হয় ‘সোনার চর’ সিনেমা নিয়ে। পরদিন পোস্টার ও ট্রেলার উন্মোচ𒈔নের সংবাদ শুনে তিনি খানিকটা চমকে গেলেন। তিনি জানান, “এখন পর্যন্ত ‘সোনার চর’ সিনেমার পোস্টার ও ট্রেলার উন্মোচন♕ সম্পর্কে আমাকে কিছুই জানানো হয়নি।”

‘সোনার চর’ মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট নিয়ে🧔 নির্মিত। গল্পে দেখানো হয়েছে,🐽 ১৯৭৫-এ বঙ্গবন্ধু হত্যার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশ ফিরে আসার সময়ের গল্প। এতে একজন মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করেছেন জায়েদ খান।

জাহিদ হোসেনের পরিচালনায় এতে অভিনয় করেছেন মৌসুমী, ওমর সানী, জায়েদ খান, স্নিগ্ধা, শহীদুজ্জামান সেলিমসহ আর🎶ও𓄧 অনেকে।

আগামী ঈদুল ফিতরে মুক্তি পাচ্ছে ওমর সানী, মৌসুমী ও জায়েদ খান অভিনীত সিনেমা ‘সোনার চর’। মুক্তি উপলক্ষে বুধবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে ছবিটির পোস্টার ও ট্রেলার উন্মোচন করা হয়েছে। সেই সঙ্গে দেওয়া হয়েছে ঈদুল ফিতরে মুক্তির ঘোষণাও।
 

Link copied!