দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াথ রশীদ মিথিলা। নির্মাত🧔া সৃজিত মুখার্জির সঙ্গে বিয়ের কয়েক বছর পর ভꦫারতীয় বাংলা সিনেমায় পা রাখেন তিনি। বেশ কিছুদিন পরে আবারও কলকাতার নতুন সিনেমায় যুক্ত হলেন এই অভিনেত্রী।
জানা ꦿগেছে, দুলাল দের ‘অরণ্যর প্রাচীন প্রবাদ’ সিনেমায় অভিনয় করবেন মিথিলা। পরিচালক জানিয়েছেন গোয়েন্দা সিনেমাটির ফ্র্যাঞ্চাইজি করার কথা ভাবছেন তিনি। সিনেমার গল্প এগিয়েছে গোয়েন্দা অরণ্য চ্যাটার্জির কর্মকাণ্ডকে ঘিরে।
এই গোয়েন্দা চরিত্রে দেখা যাবে জীতু কমলকে। গোয়েন্দা অরণ্যর বিভিন্ন অভিযান লিখে রাখেন তার জামাইবাবু সুদর্শন হালদার। শ্যালক আর জামাইবাবুর রসায়ন ফুটে উঠবে সিনেমায়। জামাইবাবুর 🦄চরিত্রে দেখা যাবে গায়ক-অভিনেতা শিলাজিৎ মজুমদারকে।
সিনেমাটিতে নার্সের চরিত্র রূপায়ন করবেন মিথিলা। 𒈔সিনেমাটিতে মিথিলাকে নেওয়ার কারণ ব্যাখ্যা করে পরিচালক বলেন, ‘‘মিথিলা ছাড়া আর কারো মধ্যে এই চরিত্র খুঁজে পাইনি। তাই চরিত্রটি নিয়ে অন্য কাউকে প্রস্তাবও দিইনি। দেড় বছর আগে এই চরিত্রের বিষয়ে অভ🍎িনেত্রীর সঙ্গে কথা বলে রেখেছিলাম।’’
সিনেমাটিতে 𝓰আরও অভিনয় করেছেন সহোত্র মুখোপাধ্যায়, লোকনাথ দে, বুদ্ধদেব ভট্টাচার্য প্রমুখ। কলকাতা 𝔉ছাড়া সিনেমাটির শুটিং হবে বারুইপুর, বানতলা ও কৃষ্ণনগরে।