• ঢাকা
  • শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১, ৫ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


দুই সপ্তাহ নিখোঁজ অভিনেত্রী, স্বামীর রহস্যজনক আচরণ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৪, ০৪:৩৩ পিএম
দুই সপ্তাহ নিখোঁজ অভিনেত্রী, স্বামীর রহস্যজনক আচরণ
চ্যানেল মায়া ব্যাঙ্কস। ছবি: সংগৃহীত

দুই সপ্তাহ ধরে নিখജোঁজ ‘গসিপ গার্ল’ খ্যাত অভিনেত্রী চ্যানেল মায়া ব্যাঙ্কস। ক্যালিফ🦩োর্নিয়ার লস অ্যাঞ্জেলেস থেকে রহস্যজনকভাবে তিনি নিখোঁজ হোন। 

৩৬ বছর বয়সী অভিনেত্রীর খোঁজে দিশেহারা পরিবারের সদস্যরা। তাদের অভিযোগ ছিল নিখোঁ🤪জ অভিনেত্রীকে খুঁজে পেতে পুলিশকে কোনো প্রকার সহায়তা করছেন না তার স্বামী। রহস্যজনক আচড়ণ করছেন। 

 স্বামীর ভাষ্য, তিনি তার অভিনেত্রী স্ত্রীকে খুঁজে পেতে চান না। এমনকি নিখোঁজ বিজ্ঞপ্তির পোস্টারগুলোও সরিয়ে নিচ্ছেন। এরপরই 𝐆কানাডা থেকে লস অ্যাঞ্জেলেসে ছুটে এসেছেন অভিনেত্রীর মা জুডি সি𓄧ং ও কাজিন ড্যানিয়েল। এ থেকেই ঘটনার নতুন রহস্য তৈরি হয়।

বোনকে খুঁজে পেতে ইতিমধ্যে পুলিশের দ্বারস্থ হয়েছেন অভিনেত্রীর ভাই ড্যানিয়েল। পুলিশের কাছে বিষয়টি নিয়ে জানান। আর এরপর চমক, টেক্সাস থেকে অক্ষত অবস্থায় পাওয়াꦚ গেছে মায়া ব্যাঙ্কসকে। নিউ ইয়র্ক পোস্ট থেকে জানা যায়, লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগ নিশ্চিত করে যে ব্যাংকস নিরাপদে আছেন এবং তার নিখোঁজ হওয়ার ঘটনায় কোনো অপরাধের ইঙ্গিত পাওয়া যায়নি।

অক্টোবর ৩০ থেকে ব্যাংকসের সঙ্গে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন ছিল, এবং ৮ নভেম্বর তার পরিবার তাকে নিখোঁজ বলে রিপোর্ট করে। লস অ্যাঞ্জেলেসের প্লেয়া ভিস্তার তার বাসায় গাড়ি এবং পোষা প্রাণীদের ফেলে রাখা অবস্থায় পাওয়া যায়, ♛যা নিয়ে পরিবারের 𒁃মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়। পুলিশ তার বাড়িতে একাধিকবার খোঁজ নিলেও তখন তাকে সেখানে পাওয়া যায়নি।

অন্যদিকে, স্থানীয় সংবাদমাধ্যম ড্যানিয়েল বলেন, পাঁচ দিন ধরে আমার কাজিনের খোঁজ-খবর না পাওয়াটা ছিল বিপꦯদের আভাস। আমার বা তার মায়ের সঙ্গে ৪৮ ঘণ্টার বেশি কথা না বলে কখনও থাকতে পারে না সে। ও আমার বꦆড় বোনের মতো। ড্যানিয়েলের ভাষ্য, তার স্বামী অত্যন্ত সন্দেহজনক। তিনি এলএপিডিকে (লস অ্যাঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট) সাহায্য করতে ইচ্ছুক নন। আমাকে বা তার মাকেও সাহায্য করতে ইচ্ছুক ছিল না।  আর এ থেকেই শুরু হয়েছিল তাদের সন্দেহ।  

‘গসিপ গার্ল’ ও ‘ব্লু ব্লাডস’ টিভি সিরিজ দিয়ে পরিচিতি পেয়েছেন চ্যানেল মায়া ব্যাঙ্কস। এ ছাড়া ‘টুয়েলভ’ নামের একটি চলচ্চিত্রেও ꦡতাকে দেখা গেছে।  জনপ্রিয় এই অভিনেত্রী এতোদিন কোথায় ছি♑লেন এই বিষয়ে এখনো কোনো তথ্য দেননি।   

Link copied!