লাক্স সুপারস্টার ও জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের জন্মদিন ﷽রোবাবার (১০ নভেম্বর)। লাক্স-💧চ্যানেল আই সুপারস্টার ২০০৭ প্রতিযোগিতায় তিনি প্রথম স্থান লাভ করেন। একই বছরে হুমায়ুন আহমেদ পরিচালিত ‘আমার আছে জল’ চলচ্চিত্রের মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক হয়।
‘জোনাকির আলো’ চলচ্চিত্রে অভিনয় করে ৩৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে মৌসুমীর সাথে যৌথভাবে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার অর্জন করেন। জনপ্রিয় এই অভিনেত্রীর ♈জন্মদিনে ‘সংবাদ প্রকাশ’ পরিবার থেকে জন্মদিনের শুভেচ্ছা। শুভ জন্মদিন।
বরাবরে মত এবারও ঘরোয়া পরিবেশেই দি♓নটি উদযাপন করবেন তিনি। গণমাধ্যমকে মিম জানান ‘জন্মদিনটা আসলে খুব ঘটা করে পালন করা হয় না। বরাবরের মতই মা, হাজবেন্ড, পরিবারের সদস্য ও কাছের বন্ধুদের সঙ্গে ঘরোয়া আয়োজনেই কাটাবো।’
ছেলেবেলার জন্মদিনের স্মৃতি সম্পর্কে অভিনেত্রী জানিয়েছেন, ‘মায়ের কাছ থেকে ছেলেবেলার জন্মদিনগুলোর যত ছবি এ🌼বং ভিডিও দেখেছি তার সবগুলোতেই দেখি জন্মদিনের কেক সামনে নিয়ে আমি কাঁদছি। আয়োজন বা লোক সমাগম দেখলেই আমি ঘাবড়ে যেতাম। এখন সেসব ছবি আর ভিডিও দেখলে নিজেরই হাসি পায়।’
বর্তমান💟 ব্যস্ততা নিয়ে মিম বলেছেন, ‘বিভিন্ন ব্র্যান্ডের বিজ্ঞাপনের শুটিং নিয়ে বর্তমানে ব্যস্ত আছি। তাছাড়া বেশ কিছু নাটকেরও কথা হয়ে আছে। দেশের অস্থির পরিস্থিতির জন্য সেগুলোর শুটিং পিছিয়ে গিয়েছিল। আশা করছি শিগগীরই সেগুলোর কাজ শুরু হবে।’
আলোচিত ধর্ষণের শিকার ইয়াসমিনের চরিত্রে অভিনয় নিয়ে মিম বলেন, ‘সত্য ঘটনা অবলম্বনে ‘আমি ইয়াসমিন বলছি’ নামে এ সিনেমাটি তৈরি হওয়ার কথা রয়েছে। এটাও হৃদয় স্পর্শ করার মতো একটি গল্প। গল্প শুনে আমি নিজেও নড়েচড়ে বসি। নিজে꧋র ভেতর ইয়াসমিনকে লালন করার চেষ্টা করেছি। আশা করি ভালো কিছু হবে। তবে শুটিং ঠিক কবে নাগাদ শুরু হবে এটা নির্মাতা বলতে পারবেন।’
দাম্পত্য জীবন নিয়ে ‘পরাণ’ এবং ‘দামাল’ খ্যাত এই অভিনেত্রী বলেন, ‘খুব ভালো। আমরা হ্যাপী।’ শিগগীরই ভক্তরা সুখবর পাবেন কিনা জানতে চাইলে ♊মৃদু হেসে অভিনেত্রী বলেন, ‘আপাতত কাজ নিয়ে ব্যস্ত আছি, থাকতে চাই। খুব শিগগিরই সন্তান নেওয়ার সম্ভাবনা নেই, তবে তেমনটা হলে অবশ্যই সবাই জানতে পারবেন।’