চলচ্চিত্র অভিনেত্🦄রী বিদ্যা সিনহা মিম। ‘পরাণ’ ও ‘দামাল’ সিনেমা দুটি দিয়ে গত বছরটা নিজের করে নিয়েছিলেন মিম। ‘পরাণে’ অনন্যা হয়🌱ে অন্যদিকে ‘দামালে’ হাসনা হয়ে মন জয় করেছেন নেটিজেনদের। এবার মিমের এই ছবি দুটি প্রদর্শিত হবে কলকাতায় অনুষ্ঠিতব্য বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে।
এরইমধ্যে সামাজিক মাধ্যমে বিষয়টি জানিয়েছেন মিম। ‘পরাণ’ ও ‘দামালে’ মিমের সঙ্গে জুটি বেঁধেছেন শরিফুল রাজ। একটি সত্যি ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে ‘পরা🅷ণ’। অন্যদিকে ‘দামাল’ মুক্তিযুদ্ধের গল্পে নির্মিত হয়েছে। এতে মিম-রাজ ছাড়াও অভিনয় করেছেন𓆉 সিয়াম।
কয়েক বছর ধরে কলকাতায় বসছে বাংলাদেশের চলচ্চিত্র নিয়ে এ আসর। এবার বসবে উৎসবের পঞ্চম আসর। এবার ‘দামাল’,𝐆 ‘পরাণ’ ছাড়াও ১৮টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, দুটি স্বল্পদৈর্🎃ঘ্য এবং দুটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে।
কলকাতার নন্দন ১ ও ২ থিয়েটারে প্রদর্শিত হবে ছবিগুলো। এতে দর্শক বিনামূল্যে ছবিগুলಌো দেখার সুযোগ পাবেন। ‘বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’ শীর্ষক এ আয়োজন শুরু হবে আজ ২৭ জুলাই বিকেলে। ২৯ জুলাই পর্যন্ত চলবে এই প্রদর্শনী।