• ঢাকা
  • শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১, ৫ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


কানে পুরস্কার পেল ‘মেসি’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ২৮, ২০২৩, ০৯:০৩ পিএম
কানে পুরস্কার পেল ‘মেসি’

৭৬তম কান চলচ্চিত্র উৎসবে  ‘পাম ডগ’  পুরস্কারꦉ পেয়েছে মেসি। জাস্টিন ত্রিয়েত পরিচালিত  ‘অ্যানাটমি অব আ ফল’ সিনেমাতে ‘স্নুপ’ চরিত্রে দুর্দান্ত অভিনয় করার জন্য এ বছর বিচারকদের থেকে সেরা কুকুরের (ডগি অভিনেতা) পুরস্কার পেয়েছে মেসি।

রোববার (২৬ মে) দ্য হলিউডের এক প্রতিবেদনে বলা হয়, অন্যান্য বছরের মতো এ বছরেও পশুপ্রেমিদের জন্য বিভিন্ন কুকুরের অভিনয়ের আয়োজন করা হয় কান চলচ্চিত্র উৎসবে। জুরিরা জানান, এ বছর তাদের দে𓂃খা সেরা কুকুর মেস🐭ি। এবারের প্রতিযোগিতা বেশ কঠিন ছিল। মেসি যে চরিত্রে অভিনয় করেছে তার জন্য অনেক ধরনের দক্ষতা এবং আবেগ প্রয়োজন।

এ সময় জুরিরা মেসি🐼র প্রশংসা করে ‘পাম ডগ ফ্রন্টরানার’ হিসেবে উল্লেখ করে।

২০০১ সা💙ল থেকে কান চলচ্চিত্র উৎসবে সেরা ক🎐ুকুরের অভিনয়ের জন্য পুরস্কার প্রদান করা হচ্ছে। 

Link copied!