কয়েক মাস আগে মাতিয়ে গেলেও আবারও ঢাকায় আসছেন পাকিস্তানের জনপ্রিয় গায়ক আতিফ আসলাম। ২৯ নভেম্বরের এই কনসার্টের যাবতীয় টিকিট এ♈রই মধ্যে বিক্রি হয়ে গেছে বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান ট্রিপল টাইম কমিউনিকেশনস। প্রতিষ্ঠানটি তাদের ফেসবুক পে🌠জেও এমন তথ্য দিয়েছে।
এদিকে ঢাকার যে স্টেডিয়ামে এই কনসার্টেꦏর প্রচারণা চালানো হচ্ছে, সেটির এখনো কোনো অনুমতি মেলেনি।
আর্মি স🐠্টেডিয়ামের দায়িত্বশীল একজন কর্মকর্তা বুধবার সন্ধ্যায় সংবাদমাধ্যম প্রথম আলোকে এমনটাই নিশ্চিত করলেন।
‘ও লামহে ও বাতে’, ‘আদাত’, ‘তেরে বিন’, ‘তু জানে না’ থেকে ‘পেহলি দফা’র মতো জনপ্রিয় গান দিয়ে বাংলাদেশের শ্রোতাদের মধ্যেও দারুণ জনপ্রিয় আতিফ আসলাম। চলতি বছর দ্বিতীয়বারের মতো ঢাকা মাতাতে আস♍ছেন আতিফ।
‘ম্যাজিক্যাল নাইট ২.০’ কনসার্টে আতিফ ছাড়াও পারফর্ম করার কথা রয়েছে আরেক পাকিস্তানি তরুণ শিল্পী আবদুল হান্নান, বাংলাদেশের তাহসান খান ও ব্যান🌳্ড কাকতাল। একটি ফটো কার্ড শেয়ার করে আতিফ তার ফেসবুক পেজে লেখেন, “♔বাংলাদেশ, আমি আসছি।”
এদিকে আর্মি স্টেডিয়ামের দায়িত্বশীল কর্মকর্তা বললেন, “অনুষ্ঠানের আয়োজক কর্তৃপক্ষ আমাদের কাছে আবেদন করে♈ছে। আবেদনের পর দাপ্তরিক যে কাজ চলার কথা, তা চলছে। এখনো আর্মি স্টেডিয়ামের অনুমতি তাদের দেওয়া হয়নি।”
বিষয়টি নিয়ে জানতে আয়োজক প্রতিষ্ঠানের হোয়াটসঅ্যাপ নম্বরে খুদে বার্তা পাঠিয়ে কোনো উত্তর পাওয়া যায়নি। এমনকি🎉 কল করলেও সাড়া মেলেনি।
পাকিস্তানের আবদুল হান্নান জনপ্রিয়তা পান ‘ইরাদে’ ও ‘বিখরা’ গান দিয়ে। ২০২২ সালে মুক্তি পাওয়া তাঁর ‘ইরাদে’ গানটি শোনা হয়েছে ৭ কোটি ৮৭ লাখের বেশিবার। একই বছর মুক্তি পাওয়া ‘বিখরা’ শোনা হয়েছে ৩ ক🎶োটি ৮১ লাখ বারের বেশি। দেশ ও দেশের বাইরে নিয়মিত কনসার্টে দেখা যাচ্ছে সংগীতশিল্পী তাহসান খানকে। সর্বশেষ যুক্তরাষ্ট্র মাতিয়ে এসেছেন এই শিল্পী। দেশটির পেনসিলভানিয়া ও নিউইয়র্কে কনসার্টে অংশ নেন তিনি।
এ ছাড়া কনসার্টে থাকার কথা রয়েছে বর্তমান সময়ে তরুণদের কাছে বেশ জনপ্রিয় ব্যান্ড কাকতাল। ‘আবাಞর দেখা হবে’, ‘গোলকধাঁধা’, ‘সোডিয়াম💧’-এর মতো গান দিয়ে তরুণ শ্রোতাদের নজর কেড়েছে ব্যান্ডটি। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৯ নভেম্বর বিকেল পাঁচটা থেকে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে শুরু হবে কনসার্টটি। দর্শকের জন্য গেট খুলে দেওয়া হবে বেলা একটায়।
আতিফ আসলাম, আবদুল হান্নান ꦜছাড়াও এই কনসার্টে থাকবে বিশেষ চমক, যা এখনই প্রকাশ করছে না আয়োজক কমিটি।