জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সღংগীতশিল্পী ফাতেমা তুয যাহরা ঐশী বিয়ে করেছেন। শুক্রবার (২ জুন) রাতে রﷺাজধানীর গুলশানের একটি কনভেনশন হলে তাদের বিয়ে সম্পন্ন হয়। এর আগে, একঝাঁক সংগীতশিল্পীর অংশগ্রহণে পরিবারের আয়োজনে বুধবার (৩১ মে) অনুষ্ঠিত হয় ঐশীর হলুদ সন্ধ্যা।
প্রায় আড়াই বছরের ღপরিচয় ও বন্ধুত্বের পর গত ২ এপ্রিল আংটি বদল হয় আরেফিন জিলানী সাকিব ও ঐশীর। জিলানী পড়ালেখা করেছেন নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয় থেকে। বর্তমানে একটি ওষুধ কোম্পানিতে কর্মরত গায়িকার স্বামী। পাশাপাশি অভিনয় ও মডেলিংও করেন তিনি।
সদ্য𓃲 প্রয়াত ঐশীর বাবার একটি চিঠি দিয়ে শুরু হয় হলুদ সন্ধ্যার আয়োজন। সে চিঠি শুনে কান্নায় ভেঙে পড়েন ঐশী। তবে মেঘ কেটে সূর্য উঁকি দিতে দেরি হয়নি। লুইপার মজার উপস্থাপনায় মঞ্চে এসে হাজির হন পারভেজ। একে একে মজার সব পারফরমেন্সে মঞ্চে আসেন আনিকা, লুইপা, তূর্য, নাবিলা, সজল, পূজা, নাদিয়া ডোরা, নিলয় প্রমুখ। মজার মজার গানে ঐশীর সতীর্থ স💮ংগীতশিল্পীরাই হয়ে ওঠেন ড্যান্সার।
ঐশী বর্তমানে এমবিবিএস পাস করে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে সিসিইউর 🅷মেডিকেল অফিসার হিসেবে কর্মরত আছেন।