• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ৩ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


বিয়ে করলেন উপস্থাপিকা সারা ফ্যায়রুজ যাইমা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৪, ০৯:২৭ পিএম
বিয়ে করলেন উপস্থাপিকা সারা ফ্যায়রুজ যাইমা
বর-বউয়ের সাদামাটা সাজ পোশাক। ছবি: সংগৃহীত

দেশের জনপ্রিয় একটি দৈনিক পত্রিকায় অনুষ্ঠান উপস্থাপনা করে বেশ জনপ্রিয় হয়েছেন সারা ফ্যায়রুজ যাইমা। সাবলিল উপস্থাপনার কারণে বর্তমানে আলোচিত এই উপস্থাপি🦹কা সুখবর দিলেন।

শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় নিজের ফেসবুকে রঙ ছড়ানো একটি যৌথ ছবি পোস্ট করে তার জীবন সঙ্গী পাওয়ার তথ্য জানিয়েছেন। সারা লিখেছেন, “একসাথে, আমরা আমাদের চিরকালের মধ্যে পা রাখি, ভালোবাসা এবং রঙ দিয়ে পৃথিবীক🌠ে চিত্রিত করি।” এরপর নতুন শুরুর কথা লিছেন।

সারার বন্ধু হিসেবে খ্যাতি๊ পাওয়া মডেল-উপস্থাপক পিয়া জান্নাতুল শনিবার (১৬ নভেম্বর) নবদম্পতির ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, “কি দ🅠ারুণ ছবিটি! আমি তোমার জন্য খুব খুশি সারা। গরম গরম বিয়ের ছবি।”

সারার বিয়ের ছবিতে দেখা গেছে, বর-বউয়ের সাদামাটা সাজ পোশাক। সারা সেজেছেন সাদা জামদানিত🥂ে। মাথায় মেরুণ নেটের সোনালি কাজ করা ওড়না। হালকা কিছু গোল্ডের গয়না।

ඣঅন্যদিকে, সারার স্বামীর পরণে সাদা সুতি পাজামা-পাঞ্জাবি। ছবি দেখে অনেকে মনে করছেন, তারা ꦕকোনো মসজিদে ছোট্ট পরিসরে আকদ অনুষ্ঠান সম্পন্ন করেছেন। 

Link copied!