জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। অল্প সময়ের মধ্যেই ঢালিউডে নিজের জায়গা করไে নিয়েছিলেন। বলা চলে অভিষেকেই বাজিমাত করেছিলেন এই অভিনেত্রী। ঢালিউড পেয়েছিল দারুণ সম্ভবনাময়ী এক অভিনয়শিল্পী। প্রিয় এ অভিনেত্রীর জন্মদিন রোববার (২৭ অক্টোবর)।
বিশেষ এইদনে নেই কোনো আয়োজন জানালেন এই নায়িকা। মাহি বলেন, ‘আমি আসলে কখনই জন্মদিন উদযাপন করি না। যেহেতু ফারিশ (মাꦇহির ছেলে) আছে, তাই ওর সঙ্গে একটু সময় কাটাবো। ওর সঙ্গে হয়তো একটু কেক কাটবো। এ ছাড়া অন্য কোনো পরিকল্পনা নেই।’
২০১২ সালে জাজ মাল্টিমিডিয়ার ‘ভালোবাসার রঙ’ সিনেমা দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় মাহিয়া মাহির। বেশ কয়েক বছর দাপটের ꩵসঙ্গে অভিনয় করেছেন তিনি। তার জনপ্রিয়তা দেখ𒁏ে দর্শক ভেবেছিল মৌসুমী-শাবনূর ও পপি-পূর্ণিমাদের সুযোগ্য উত্তরসূরী হবেন মাহি। কিন্তু মাহি কি তা হতে পেরেছেন, এ উত্তর সবার জানা।
মাহির পরিবারিক নাম শারমিন আক্তার নিপা। তবে ঢালিউড তাকে মাহি নামে চেনে। রাজধানীর উত্তরা হাইস্কুল থে🐼কে মাধ্যমিক ও সিটি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন তিনি। উচ্চশিক্ষার জন্য শান্তা-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজিতে ফ্যাশন ডিজাইনিংয়ের ওপর পড়াশুনা করেছেন🅠।
জন্মদিনে 🍸তার জন্য শুভ কামনা জানিয়েছেন তার অনুরাগীরা। ‘সংবাদ প্রকাশ’ পরিবার থেকে প্রিয় এই ൲অভিনেত্রীকে জন্মদিনের শুভেচ্ছা। শুভ জন্মদিন।
মাহির প্রথম নায়ক বাপ্পি চৌধুরী। এরপর রিয়াজ, শাকিব খান, সাইমন সাদিক, শিপন মিত্🌳র কলকাতার সোহম, অংকুশ, ওমদের বিপরীতে অভিনয় করেছেন তিনি। এখন পর্যন্ত অনেক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন এই তারকা। সেগুলোর মধ্যে রয়েছে, ‘পোড়ামন’, ‘অন্যরকম ভালোবাসা’, ‘ভালোবাসা আজকাল’, ‘তবুও ভালোবাসি’, ‘হানিমুন’, ‘অনেক সাধের ময়না’, ‘দবির সাহেবের সংসার’, ‘দেশা দ্য লিডার’, ‘অগ্নি’, ‘অগ্নি-২’, ‘জান্নাত’।
২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের রাজনীতিবিদ রাকিব সরকারকে বিয়ে করেন মাꦫহিয়া মাহি। তাদের ঘরে একটি পুত্রসন্তান রয়েছে। এর আগে ২০১৬ সালে সিলেটের ব্য꧂বসায়ী পারভেজ মাহমুদ অপুকে ভালোবেসে বিয়ে করেছিলেন এই নায়িকা। ২০২১ সালের ২২ মে তাদের ওই বিয়ে ভেঙে যায়।