• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪, ২ পৌষ ১৪৩১,

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


মাহির জন্মদিন আজ, উদযাপন নিয়ে যা জানালেন চিত্রনায়িকা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৪, ১২:১৮ পিএম
মাহির জন্মদিন আজ, উদযাপন নিয়ে যা জানালেন চিত্রনায়িকা
চিত্রনায়িকা মাহিয়া মাহি। ছবি: ফেসবুক থেকে

জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। অল্প সময়ের মধ্যেই ঢালিউডে নিজের জায়গা করে নিয়েছিলেন। বলা চলে অভিষেকেই বাজিমাত করেছিলেন এই অভিনেত্রী। ঢালিউড পেয়েছিল দারু🌱ণ সম্ভবনাময়ী এক অভিনয়শিল্পী। প্রিয় এ অভিনেত্রীর জন্মদিন রোববার (২৭ অক্টোবর)।

বিশেষ এইদনে নেই কোনো আয়োজন জানালেন এই নায়িকা। মাহি বলেন, ‘আমি আসলে কখন⛄ই জন্মদিন উদযাপন করি না। যেহেতু ফারিশ (মাহির ছেলে) আছে, তাই ওর সঙ্গে একটু সময় কাটাবো। ওর সঙ্গে হয়তো একটু কেক কাꦺটবো। এ ছাড়া অন্য কোনো পরিকল্পনা নেই।’

২০১২ সালে জাজ মাল্টিমিডিয়ার ‘ভালোবাসার রঙ’ সিনেমা দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় মাহিয়া মাহির। বেশ কয়েক বছর দাপটের সঙ্গে অভিনয় করেছেন তিনি। তার জনপ্রিয়তা দেখে দর্শক ভেবেছিল মৌসুমী-শাবনূর ও পপি-প♏ূর্ণিমাদের সুযোগ্য উত্তরসূরী হবেন মাহি। কিন্তু মাহি কি তা হতে পেরেছেন, এ উত্তর সবার জানা।

মাহির পরিবারিক নাম শারমিন ඣআক্তার নিপা। তবে ঢালিউড তাকে মাহি নামে চেনে। রাজধানীর উত্তরা হাইস্কুল থেকে মাধ্যমিক ও সিটি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন তিনি। উচ্💃চশিক্ষার জন্য শান্তা-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজিতে ফ্যাশন ডিজাইনিংয়ের ওপর পড়াশুনা করেছেন।

জ🅘ন্মদিনে তার জন্য শুভ কামনা জানিয়েছেন তার অনুরাগীরা। ‘সংবাদ প্রকাশ🌊’ পরিবার থেকে প্রিয় এই অভিনেত্রীকে জন্মদিনের শুভেচ্ছা। শুভ জন্মদিন।

মাহির প্রথম নায়ক বাপ্পি চৌধুরী। এরপর রিয়াজ, শাকিব খান, সাইমন সাদিক, শিপন মিত্র কলকাতার সোহম, অংকুশ, ওমদের বিপরীতে অভিনয় করেছেন তিনি। এখন প🐈র্যন্ত অনেক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন এই তারকা। সেগুলোর মধ্যে রয়েছে, ‘পোড়ামন’, ‘অন্যরকম ভালোবাসা’, ‘ভালোবাসা আজকাল’, ‘তবুও ভালোবাসি’, ‘হানিমুন’, ‘অনেক সাধের ময়না’, ‘দবির সাহেবের সংসার’, ‘দেশা দ্য লিডার’, ‘অগ্নি’, ‘অগ্নি-২’🃏, ‘জান্নাত’।

২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের রাজনীতিবিদ রাকিব সরকারকে বিয়ে করেন মাহিয়া মাহি। তাদের ঘরে একটি পুত্রসন্তান রয়েছে। এর আগে ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে ভালোবেসে বিয়ে করেছিলেন এই নায়িকা। ২০২১ সালের ২২ মে তাদে🌺র ওই বিয়🦂ে ভেঙে যায়।

Link copied!