• ঢাকা
  • শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১, ৫ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


আমার সব শাড়ি পাঞ্জাবি বানিয়ে ফেললি?


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ১৮, ২০২৪, ০১:১২ পিএম
আমার সব শাড়ি পাঞ্জাবি বানিয়ে ফেললি?
মায়ের সঙ্গে চিত্রনায়ক আরিফিন শুভ। ছবি: ফেসবুক থেকে

এবার ঈদে মন ভালো নেই চিত্রনায়ক আরিফিন শুভর। কারণ, তার ঈদ হয়েছে মাকে ছাড়✨া। এ নিয়ে ফেসবুকে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন এই তারকা।

🥂সোমবার (১৭ জুন) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পে✅জে আরিফিন শুভ লিখেছেন, ‘গত তিন দিন ধরে হঠাৎ করেই প্রেসার লো হলো। ঈদের জন্য এখনও ডাক্তারের কাছে যাওয়া হয়নি। ডাক্তার বন্ধুরাই পরামর্শ দিচ্ছেন কী করতে হবে। সব স্টাফেরও ছুটি ঈদের কারণে।’

শুভ আরও লিখেছেন, ‘আমি ভাবছিলাম এই শরীর নিয়ে গাড়ি চালিয়ে মাকে একবার দেখে আসতে পারবো কি না। সকাল থেকে দুইবার কাপড় পরেও শরীর বেগতিক দেখে বের হইনি। সন্ধ্যার আগে মনে হলো বুকের ভেতরটা কেমন করে উঠলো। ভাবলাম যা আছে কপালে। রাস্তায় বিপদে পড়লে গাড়ღি সাইড করে বসে থাকবো। কিন্তু আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা ছাড়া মিরপুর গিয়ে মা’র সঙ্গে দেখা করে বাড়িও চলে এলাম।’

এই চিত্রনায়ক লিখেছেন, ‘মনে হলো সকাল থেকে মা একটু অভিমান করে ছিলো যে, ঈদের দিন আসলি না তুই। এখন মনে হচ্ছে মা খুশি হয়েছে। আর বলছে, 🌠রাস্তায় সাবধানে দেখেশুনে যাবি। আর বলছে আমার সব শাড়ি পাঞ্জাবি বানিয়ে ফেললি? আমি ভালো আছি মা, তুমি যে প্রাণ ভরে দোয়া দিয়ে গেছো।’

প্রসঙ্গত, মস্তিষ্কে রক্তকꦇ্ষরণজনিত কারণে চলতিꦰ বছরের ২৪ জানুয়ারি আরিফিন শুভর মা খাইরুন নাহারের (৭০) মৃত্যু হয়। 

Link copied!