• ঢাকা
  • শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১, ৫ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


রবীন্দ্রনাথের জন্মজয়ন্তীতে মেতেছে ছোট পর্দা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ৮, ২০২৪, ০৮:৩৪ এএম
রবীন্দ্রনাথের জন্মজয়ন্তীতে মেতেছে ছোট পর্দা
টিভি নৃত্যানুষ্ঠান । ছবি: সংগৃহীত

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী বৃহস্পতিবার (৮ ম🌺ে)। দিনটি উপলক্ষে ছোট পর্দা সেজেছে বিশেষ নাটক ও নানা রকমের অনুষ্ঠানে। এরমধ্যে আজ রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে বিশেষ নাটক ‘সমাপ্তি’। রবীন্দ্রনাথের জনপ্রিয় ছোটগল্প ‘সমাপ্তি’ অবলম্বনে নাটকটি নির্মাণ করেছেন শ্রাবণী ফেরদৌস।

‘তাহাদেরই নূতন প্রতিবেশিনীর মেয়ে মৃন্ময়ী। দূরে বড় নদীর ধারে ইহাদের বাড়ি ছিল, সেখানে নদীর ভাঙনে দেশত্যাগ করিয়া বছর দুই-তিন হইলো এই গ্রামে আসিয়া বাস করিতেছে। এই মেয়েটির অখ্যাতির কথা অনেক শুনিতে পাওয়া যায়। পুরুষ গ্রামবাসীরা স্নেহভরে ইহাকে পাগলি বলে, কিন্তু গ্রামের গৃহিণীরা ইহার উচ্ছৃঙ্খল স্বভাবে সর্বদা ভীত চিন্তিত শঙ্কান্বিত। গ্রামের যত ছেলেদের সহিতই ইহার খেলা; সমবয়সী মেয়েদের প্রতি অবজ্ঞার সীমা নাই। বাপের আদরের মেয়ে কিনা, সেইজন্য ইহার এতটা দুর্দান্ত প্রতাপ- গল্পের কেন্দ্রীয় চরিত্র মৃন্ময়ীকে এভাবেই তুলে ধরেছেন র🌱বি ঠাকুর।

নাটকে এই চরিত্রে অভিনয় করেছেন সাবিলা নূর। আর তার স্বামী অপূর্ব’র চরিত্রে অভিনয় করেছেন সজল। কবিগুরুর জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে রাত ৯টায় প্রচার হবে বিশেষ নাটক ‘শেষের রাত্রি’। 
রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘শে🧸ষের রাত্রি’ অবলম্বনে নাটকটির নাট্যরূপ দিয়েছেন খায়রুল আলম সবুজ। এতে অভিনয় করেছেন খায়রুল আলম সবুজ, জিতু আহসান, ওয়াহিদা মল্লিক জলি, হাবিব মাসুদ, বোরহান বাবু, পলি চৌধুরী, মৌমিতাসহ অনেকে।

বিটিভিতে দিনভর কবিগুরুর জন্মবার্ষিকীতে প্রচার হবে বিশেষ আলোচনানুষ্ঠান, প্রামাণ্যানুষ্ঠান, সংগীতানুষ্ঠান, আলেখ্যানুষ্ঠান, শিশুতোষ অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠান ও কবিতা আবৃত্তি অনুষ্ঠান। রবীন্দ্রনাথ ঠাকুরে꧑র ১৬৩তম এ জন্মজয়ন্তী উপলক্ষে বাংলাভিশনে প্রচার হবে দিন প্রতিদিন-এর বিশেষ পর্ব। এতে অতিথি হিসেবে থাকছেন সাবেক গভর্নর ও রবীন্দ্র গবেষক ড. আতিউর রহমান। অনুষ্ঠানে রবীন্দ্রনাথের গান, কবিতা বাঙালি জাতিসত্তা বা সমাজ জীবনে ও বর্তমানে তরুণ প্রজন্মের মধ্যে এর প্রভাবসহ নানান দিক নিয়ে আলোচনা করেছেন অতিথি। 

সাদিয়া রশ্মি সূচনার সঞ্চালনা এবং আবু হানিফের প্রযোজনায় পর্বটি প্রচার হবে সকাল ৮টা ৩০ মিনিটে। রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে দুরন্ত টিভিতে প্রচ🅷ার হবে বিশেষ নৃত্যানুষ্ঠান ‘মম চিত্রে নীতি নৃত্যে’। 

অমিত চৌধুরীর নৃত্য পরিচালনায় অনুষ্ঠানটিতে নৃত্য পরিবেশন করবেন নৃত্য সংগঠন ‘সাধনা’র নৃত্যশিল্পী রুদমিলা প্রিয়ন্তী চৌধুরী, আরিশা চৌধুরী, নোহলী ইসলাম রিয়া, লাবণ্য দাশ গুপ্তা, মাহিনুর মাহজাবিন রূপ, আনুভা চৌধুরী, মধুরিমা রয়। পার্থ প্রতিম হালদা🐎র পরিচাালিত এ অনুষ্ঠানটি প্রচার হ🔯বে সকাল ৯টা ৩০ মিনিটে।

Link copied!