• ঢাকা
  • শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১, ৫ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


অবশেষে ছাড়পত্র পেল ‘লিপস্টিক’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৪, ০২:৪৭ পিএম
অবশেষে ছাড়পত্র পেল ‘লিপস্টিক’
পূজা চেরি ও আদর আজাদ। ছবি: সংগৃহীত

অবশেষে ছাড়পত্র পেল আলোচিত চিত্রনায়িকা পূজা চেরি ও নায়ক আদর আজাদ অভিনীত সিনেমা ‘লিপস্টিক’।
জানা গেছে, গত রোববার সেন্সরে জমা পড়ে ছবিটি। সোমবার সেন্সর কমিটি দেখে তিনটি জায়গায় স♉মস্যা দেখে। সেন্সর ছাড়পত্র পেতে ছবির তিনটি জায়গা সংশোধ♋নী চায় সেন্সর বোর্ড। পরে প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে সংশোধন করে মঙ্গলবার পুনরায় জমা দেওয়া হয় ছবিটি। বুধবার আবার দেখে ছবিটির সেন্সর সনদ দিয়েছে সেন্সর কমিটি।

সেন্সর সনদ পাওয়ার ব্যাপারে ছবির অন্যতম প্রযোজক ও নায়ক আদর আজাদ বলেন, ‘বড় কোনো সমস্যা ছ💧িল না। কয়েকটি জায়গায় অল্প কিছু সংশোধনী দিয়েছিল সেন্সর বোর্ড। আমরা পরের দিনই তা সংশোধন করে জমা দিয়েছিলাম। বুধবার দুপুরে ছবিটি পুনরায় দেখে সেন্সর বোর্ড। বিকেলেই সেন্সর সনদ দিয়🦹েছে তাঁরা। এখন মুক্তিতে আর কোনো সমস্যা নেই।’

শেষ পর্যন্ত ছবিটি এই ঈদে মুক্তি পাচ্ছে কি না—জানতে চাইলে আদর ♓বলেন, ‘এই ঈদেই মুক্তি পাবে।

সেন্সরে একটু সমস্যার কারণে প্রথমে মুক্তি নিয়ে 🎀কিছুটা চিন্তিত ছিলাম। এখন সনদ পেয়ে গেছি, আর কোনো চিন্তা নেই। এটি চূড়ান্ত, এই ঈদেই মুক্তি পাচ্ছে ছবিটি। হল বুকিংয়ের জন্য পরিবেশনা প্রতিষ্ঠানের কাছে দায়িত্বও দিয়ಞেছি।’

হল সংখ্যা কম, সিনেমা বেশি। কতগুলো হলে মুক্তি পেতে পারে ছবিটি? এ ব্যাপারে ঢাকাই ছবির এই নায়ক বলেন, ‘হল বুকিং শুরু হয়ে গেছে। প্রত্যাশা করছি, সিনেপ্লেক্সসহ ৩০টির মতো হলে মুক্তি পেতে পারে আমাদের ছবিটি।’
এরই মধ্যে ছবির প্রকাশিত ‘বেসামাল’ আইটেম গানটি বেশ আলোচনায় আছে। রোমান্টিক থেকে সাইকো থ্রিলার এই ছবির গল্প। এতে 🌠আরও অভিনয় করেছেন পূজা চেরি, শহীদুজ্জামান সেলিম, মিশা সওদ🎀াগর, মনিরা মিঠু প্রমুখ।

Link copied!