• ঢাকা
  • শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১, ৫ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


‘চুমু’ নিয়ে সিনেমা, নেটফ্লিক্সে ঝড়


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৮, ২০২৩, ১১:১৭ এএম
‘চুমু’ নিয়ে সিনেমা, নেটফ্লিক্সে ঝড়

‘লাভ অ্যাট ফার্স্ট কিস’। এটি একটি স্প্যানিশ সিনেমা। ৩ মার্চ নেটফ্লিক্সে মুক্তির পরপরই ঝড় তুলেছে সিনেম♏াটি। চলতি সপ্তাহে অ-ইংরেজি ভাষার সিনেমার তালিকায় শীর্ষে রয়েছে রোমান্টিক-কমেডি ঘরানার এ চলচ্চিত্র।

ছবিটি নির্মাণ করেছেন স্প্যানিশ নির্মাতা আলা♏উদা রুইজ ডে আজুয়া।ꩲ এতে জভিয়ার চরিত্রে অভিনয় করেছেন আলভারো সারভান্তেজ, সিলভিয়া আলনসো, সাসানা আবাইতুয়াসহ আরও অনেকে।

ছবিটি দেখা দর্শক বয়ানে জানা যায়, জীবনের প্রথম চুমুকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে সিনেমার গল্প। গল্পের কেন্দ্রীয় চরিত্র জভিয়ার ১৬ বছর বয়সে জীবনে প্রথমবার চুমু খেয়েছিলেন। এরপরই তার জীবনের বাঁকবদল আসে। এভাবে সিনেমার গল্প এগিয়ে যায়। জভিয়ার জীবনের সঙ্গে ༺দর্শক হয়ে পড়েন একাত্ম।

শুধু টিনএজাররা নন, সব ধরনের দর্শকের ভালো লাগার🧔 তালিকায় উঠে এসেছে এ ছবিটি। এর সহজ বিবরণ ও দারুণ দৃশ্যধারণ এককথায় অনবদ্য। সঙ্গে রয়েছে নান্দনিক সিনেম্যাটোগ্রাফি। ছবিটির শ্রেষ্ঠত্বের কারণ হিসেবে অনেকে বলছেন এর সহজ গল্প বলার প্রবণতা। যার ‍গুণেই ‘লাভ অ্যাট ফার্স্ট কিস’ দর্শকপ্রিয়তা পেয়েছে।

Link copied!